অভয়নগরে ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ির মৃত্যু আটক - ২

যশোরের অভয়নগরে ছুরিকাহত রবিউল ইসলাম (৪০) মারা গেছেন। রবিবার (১৭ নভেম্বর) ভোররাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্ত্রী কোহিনুর বেগম। ঘটনার সঙ্গে জড়িত দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে অহিদুল ইসলাম ওরফে ডেভিট (২০) ও তার চাচাতো ভাই মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেন (২১)। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অহিদুল ইসলাম ওরফে ডেভিট ও শাহিন হোসেন। পরে গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
এ হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী গরুহাটা এলাকার সজীবুর রহমান, বিপুল মন্ডল ও কালাম ব্যাপারী বলেন, শনিবার সন্ধ্যার পর রেললাইনের ওপর রবিউলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছু সময় পর অহিদুল ও তার চাচাতো ভাই শাহিন ঘটনাস্থলে এসে রবিউলের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে অহিদুল তার কাছে থাকা ছুরি দিয়ে রবিউলের পেটে আঘাত করে। সে সময় রবিউল রেললাইনের পাশে পড়ে যায়। সে অবস্থায়ও তাকে বার বার ছুরিকাঘাত করা হয়।এরপর তারা দুজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রাঙ্গা মোল্যা তার ছেলে ও ভাইপোকে দিয়ে খুন করিয়েছে। হত্যাকারী দুজনকে পুলিশ আটক করেছে। রাঙ্গা মোল্যাকে আটক করাসহ হামলাকারী অহিদুল ও শাহিনের ফাঁসি দাবি করেন তিনি। তার স্বামী মাদক কারবারিতে জড়িত কিনা - এমন প্রশ্নে কোহিনুর বেগম বলেন, আমার স্বামী মাদক কারবারে সঙ্গে জড়িত নয়। সে জুতা-স্যান্ডেলের ব্যবসা করত।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, রবিউল ইসলাম হত্যার ঘটনায় অহিদুল ও শাহিন নামে দুই হামলাকারীকে রাতেই আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা করেনি। যদি তারা মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে।
T.A.S / T.A.S

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুড়ীতে রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি'র নির্বাচন

কালকিনিতে সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামে এনসিপির সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীনগরে দখল আর অপরিকল্পিত স্থাপনায় নয়াবাড়ি-কাঠালবাড়ি খাল এখন ময়লার ভাগাড়

আখ থেকে ইথানল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছেঃ চেয়ারম্যান,বি.এস.এফ.আই.সি

খালিয়াজুরীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সবুজে সবুজে নান্দনিক কুষ্টিয়া: জাকির হোসেন সরকারের সৌন্দর্যবর্ধন উদ্যোগ

৫০ বছর বেদখল হওয়া জায়গা বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ

রাণীশংকৈলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ
