সাতকানিয়া-ব্যবস্থা নিচ্ছে ইউএনও, রহস্যজনক ভূমিকায় বিএডিসির উপ-সহকারী ইকবাল
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তেমুহনী নয়াখাল এলাকায় কৃষিকাজের নাম করে অনুমোদনহীন জায়গায় সেচ স্কিম বসিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতকানিয়া উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো: ইকবাল হোসেনের বিরুদ্ধে। এই অবৈধ বাণিজ্যের একটি বড় অংশ দোহাজারী পিডিবি (বিক্রয় ও বিতরণ কেন্দ্র) অফিসের পকেটে যাচ্ছে বলেও অনুসন্ধানে জানা গেছে।
তথ্যমতে, সাতকানিয়ার তেমুহনী এলাকার পাঠানী পুলে কৃষিকাজের জন্য বেলাল নামে এক ব্যক্তিকে সেচ স্কিম অনুমোদনের প্রত্যয়ন দেয় উপজেলা বিএডিসি অফিস। বিধি মোতাবেক সরেজমিনে পরিদর্শন করে সরকার নির্ধারিত কৃষি রেটে বিদ্যুৎ সরবরাহের সুপারিশ করার কথা থাকলেও বাস্তবে চরম জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। ইস্যুকৃত প্রত্যয়ন পত্রে কৃষিকাজের জন্য পাঠানীপুল এলাকা দেখানো হলেও স্কিমটি বসানো হয়েছে একটি ইটভাটার পাশে। ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট বড় বড় লেক বা গভীর গর্ত থেকে পানি সেচ করে তা পাশের গড়াঁল খালে ফেলে দেওয়া হচ্ছে। মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত এই স্কিমটি কৃষি রেটে দেখিয়ে সরকারকে বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ৫টি মেশিন চলমান থাকলেও ব্যবহার করা হচ্ছে মাত্র ১টি মিটার। অনুসন্ধানে জানা গেছে, ৫টি মোটরের জন্য ৫টি মিটার থাকার কথা থাকলেও অবৈধ সুবিধা নিতে একটি মিটার ব্যবহার করা হচ্ছে। রাতের বেলা মিটার বাইপাস করে সরাসরি (ডিরেক্ট) লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে মেশিনগুলো চালানো হয়। অভিযোগ রয়েছে, রাতে সরাসরি লাইন থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য দোহাজারী পিডিবি অফিসের সাথে অলিখিত চুক্তি রয়েছে। এই অনিয়মকে বৈধতা দিতে এবং সরেজমিনে ভুয়া সার্টিফিকেট প্রদানের বিনিময়ে বিএডিসির উপ-প্রকৌশলী মো: ইকবাল হোসেন মোটা দাগে আর্থিক সুবিধা নিয়েছেন। এই জালিয়াতির মাধ্যমে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী রেজাউল নবি বৃত্তকেও ম্যানেজ করার তথ্য পাওয়া গেছে।
বিএডিসির উপ-সহকারী ইকবাল হোসেন ও দোহাজারী পিডিবির আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামানের এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পটিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী রেজাউল নবি বৃত্ত জানান, বিএডিসির প্রকৌশলী ইকবাল হোসেনের দেওয়া প্রত্যয়ন ও লোকেশন অনুযায়ী তারা বিদ্যুৎ সরবরাহ করেছেন। অন্যদিকে, দোহাজারী পিডিবির আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান স্বীকার করেছেন যে, বাণিজ্যিক এলাকায় কৃষি রেটে ইউনিট নির্ধারণ করা হয়নি। তিনি জানান, একবার লাইন বিচ্ছিন্ন করা হলেও বিএডিসি ও ইউএনও অফিসের দোহাই দিয়ে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। তবে লোকেশন জালিয়াতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং অফিসের জরুরি নথি দেখাতে অস্বীকৃতি জানান।
স্কিম ব্যবহারকারী ফোরকান জানান, মাছ ধরার জন্য লেক থেকে পানি শুকানো হচ্ছে। তবে ৪-৫ দিন ধরে বিশাল লেক সেচ করার পেছনে মূল বাণিজ্যিক উদ্দেশ্য সম্পর্কে প্রতিবেদক প্রশ্ন করলে তিনি হাসিমুখে সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদ জানান, অবৈধভাবে বিএডিসির উপ-সহকারী ইকবাল হোসেনকে ম্যানেজ করে অনুমোদনহীন জায়গায় স্কিম বসানোর প্রতিবাদে তিনি পরিষদ থেকে পিডিবির বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। ওই চিঠির প্রেক্ষিতে দোহাজারী পিডিবির আবাসিক প্রকৌশলীও উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।
স্কিম প্রকল্পের সভাপতি ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, "আমি ইতিমধ্যে স্কিমটি বন্ধের জন্য নির্দেশ দিয়েছি।" প্রতিবেদক যখন জানান যে মেশিনগুলো এখনো চলমান এবং এর ফুটেজ সংরক্ষিত আছে, তখন তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং এটি বন্ধ করার শতভাগ নিশ্চয়তা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা বৃত্তি পেয়েছে ৩০ শিক্ষার্থী
শরীফ উসমান হাদী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী
আ’লীগের সাধারণ সম্পাদক মিতা বিরামপুরে গ্রেপ্তার
গোদাগাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
সাতক্ষীরা শহরে বেপরোয়া কিশোর গ্যাং প্রশাসনের ভূমিকা নিরব
কাশিমপুরে ‘ভাড়াটিয়া’ পরিবারের ওপর আবুল বাসারের পুত্রের বর্বরোচিত হামলা, শিশুসহ আহত ৩
ঈশ্বরদীতে এবার পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও টাকা লুটে এলাকায় অতঙ্কের সৃষ্টি
সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ
সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলামের বাড়ির অগ্নিসংযোগ ও ভাঙচুর
রাণীনগরে দিন দুপুর সুন্ধ্যাই চুরি বাড়ছে উপজেলা জুড়ে আতঙ্ক নির্বিকার পুলিশ প্রশাসন
ধানের শীষকে বিজয়ী করতে তালার মহিলা নেত্রী মিনির নিরলস প্রচেষ্টা
রাজস্থলীতে পাহাড়ী ঐতিহ্য শীতের পিঠা জমে উঠেছে বিক্রি