ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১১:৫৪

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কমিটি গঠনকল্পে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার নেত্রী তাহেরা আখতার শারমীনের সভাপতিত্বে এবং মানবাধিকার নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তফা আলম মাসুম ও সমাজসেবেক মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর পরিচালনায়  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পিস অ্যাম্বেসেডর ও বাংলাদেশের সমন্বয়কারী লায়ন মোঃ ইলিয়াস সিরাজী।

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা আমির হোসেন খান, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, লায়ন মোঃ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল  আলম, এড. আবু বক্কর তালুকদার, এস.এম. কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফুল ইসলাম, হাফিজুল ইসলাম চৌধুরী, নবুয়াত আরা ছিদ্দিকা, মঈনুদ্দীন আহমদ, তৌহিদুল করিম, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোঃ জসিম উদ্দিন, ড. সাজ্জাদ হোসেন, মোঃ নুরুল আফসার তৌহিদ, এড. মোঃ গোলাম মোর্শেদ, প্রফেসর মোঃ আবু হানিফ, মুজিবুর রহমান রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ ইলিয়াস সিরাজী বলেন, বাংলাদেশ গভীর খাদ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্বখ্যাত ব্যক্তি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমরা যারা মানবাধিকার কর্মী আছি আমাদের দায়িত্ব বেড়ে গেছে। সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় উনার আগামীর প্রচেষ্টার আমরাও সক্রিয়ভাবে উনার কর্মকান্ডকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর।

মানবাধিকার নেতা আমিন হোসেন খান বলেন, বাংলাদেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানবাধিকার কর্মীদের বিশাল ভূমিকা পালন করতে হবে।

মানবাধিকার নেতা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, আমাদের এই সংগঠন জাতি সংঘ মনোনীত জেনেভা হতে পরিচালিত ও ইন্টারপোলের সাথে সংযুক্তিপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানবাধকার সংগঠন। মানবাধিকার নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, বাংলাদেশে মানবাধিকার সংগঠনের নামে কাউকে বা কোন সংগঠনকে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ থেকে কোনরকম চাঁদাবাজী করার সুযোগ দেওয়া হবে না।

এ ব্যাপারে সংগঠনের সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি করে কঠোর মনিটরিং এর আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের মানবাধিকার নেতা, বিশিষ্ট ব্যাংকার মোবারক আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলার মুসলিম উদ্দিন ভূঁইয়া, মোঃ মিজানুল হক, মোঃ মাহবুব হাসান, মোঃ রবিউল আলম সম্রাট, মোঃ দিদারুল আলম, মাসুদা বেগম কমিশনার, চট্টগ্রাম মহানগরের ডা. জামাল উদ্দিন, আবু আহমদ মিয়া, ইঞ্জিনিয়ার রাজিব রায়, সাংবাদিক রোজি চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলার এড. নাজিম উদ্দিন, চৌধুরী আব্দুল ওহাব, এড. নাজমুল কালাম শরীফ,  জোবায়ের হোসেন, মানবাধিকার ও নারী নেত্রী শারমীন সরকার, ফারজানা আক্তার, মনি আক্তার, নাজমা বেগম, কমলা বেগম তানিয়া প্রমুখ।

T.A.S / T.A.S

চায়না জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন

পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত