ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১১:৫৪

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কমিটি গঠনকল্পে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার নেত্রী তাহেরা আখতার শারমীনের সভাপতিত্বে এবং মানবাধিকার নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তফা আলম মাসুম ও সমাজসেবেক মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর পরিচালনায়  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পিস অ্যাম্বেসেডর ও বাংলাদেশের সমন্বয়কারী লায়ন মোঃ ইলিয়াস সিরাজী।

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা আমির হোসেন খান, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, লায়ন মোঃ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল  আলম, এড. আবু বক্কর তালুকদার, এস.এম. কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফুল ইসলাম, হাফিজুল ইসলাম চৌধুরী, নবুয়াত আরা ছিদ্দিকা, মঈনুদ্দীন আহমদ, তৌহিদুল করিম, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মোঃ জসিম উদ্দিন, ড. সাজ্জাদ হোসেন, মোঃ নুরুল আফসার তৌহিদ, এড. মোঃ গোলাম মোর্শেদ, প্রফেসর মোঃ আবু হানিফ, মুজিবুর রহমান রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ ইলিয়াস সিরাজী বলেন, বাংলাদেশ গভীর খাদ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্বখ্যাত ব্যক্তি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমরা যারা মানবাধিকার কর্মী আছি আমাদের দায়িত্ব বেড়ে গেছে। সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় উনার আগামীর প্রচেষ্টার আমরাও সক্রিয়ভাবে উনার কর্মকান্ডকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর।

মানবাধিকার নেতা আমিন হোসেন খান বলেন, বাংলাদেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানবাধিকার কর্মীদের বিশাল ভূমিকা পালন করতে হবে।

মানবাধিকার নেতা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, আমাদের এই সংগঠন জাতি সংঘ মনোনীত জেনেভা হতে পরিচালিত ও ইন্টারপোলের সাথে সংযুক্তিপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানবাধকার সংগঠন। মানবাধিকার নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, বাংলাদেশে মানবাধিকার সংগঠনের নামে কাউকে বা কোন সংগঠনকে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ থেকে কোনরকম চাঁদাবাজী করার সুযোগ দেওয়া হবে না।

এ ব্যাপারে সংগঠনের সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি করে কঠোর মনিটরিং এর আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের মানবাধিকার নেতা, বিশিষ্ট ব্যাংকার মোবারক আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলার মুসলিম উদ্দিন ভূঁইয়া, মোঃ মিজানুল হক, মোঃ মাহবুব হাসান, মোঃ রবিউল আলম সম্রাট, মোঃ দিদারুল আলম, মাসুদা বেগম কমিশনার, চট্টগ্রাম মহানগরের ডা. জামাল উদ্দিন, আবু আহমদ মিয়া, ইঞ্জিনিয়ার রাজিব রায়, সাংবাদিক রোজি চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলার এড. নাজিম উদ্দিন, চৌধুরী আব্দুল ওহাব, এড. নাজমুল কালাম শরীফ,  জোবায়ের হোসেন, মানবাধিকার ও নারী নেত্রী শারমীন সরকার, ফারজানা আক্তার, মনি আক্তার, নাজমা বেগম, কমলা বেগম তানিয়া প্রমুখ।

T.A.S / T.A.S

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি