ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ডিসি বরাবর লিখিত অভিযোগ

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ধরলা নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের প্রস্তুতি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৯-২০২১ রাত ৮:২২

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদীর ভাঙন রোধে নির্মাণাধীন বাঁধঘেঁষে বলগেড (বালুবাহী জাহাজ), পাইপ লাইন ও ড্রেজার স্থাপনসহ বালু উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে একটি প্রভাবশালী মহল। এখান থেকে বালু উত্তোলন করা হলে নির্মাণাধীন বাঁধসহ ঘরবাড়ি, ফসলি জমি ও কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কসহ পাটেশ্বরী বাজার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই বালু উত্তোলন বন্ধে প্রতিকার চেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আতঙ্কিত এলাকাবাসী।

অভিযোগ স‍ূত্র ও খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের নানকার, মোল্লাপাড়া, ড্রাইভারপাড়া, কলেজপাড়া ও জগমনের চরসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের নিমিত্তে কিছু অসাধু বালু ব্যবসায়ী সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ধরলা নদীর নির্মাণাধীন বাঁধঘেঁষে বালু উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ফলে চলমান প্রকল্পসহ বসতবাড়ি, আবাদি জমি ও কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক একেবারেই হুমকির মুখে রয়েছে। একদিকে চলছে প্রকল্পের জিওব্যাগ ফেলার কাজ আর অপরদিকে চলছে একই এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু তোলার প্রস্তুতি।

ড্রেজার দেখাশুনার দায়িত্বে থাকা ম্যানেজার মেহেদি হাসান জানান, ড্রেজার স্থাপন করা হয়েছে সত্য তবে বালু তোলা শুরু হয়নি। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের প্রশস্ত উভয় দিকে ৪ ফুট করে বর্ধিতকরণ হবে। বর্ধিত সড়কের কাজের প্রয়োজনীয় বালু এখান থেকে সরবরাহের লক্ষ্যে ড্রেজার বসানো হয়েছে। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত অনুমতি সাপেক্ষে বৈধভাবে বালু উত্তোলন করা হবে। প্রশাসনের অনুমতি ছাড়া বালু উত্তোলন করা হবে না। প্রশাসনের অনুমতি না পেলা ড্রেজার গুটিয়ে নেয়া হবে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, আমি কোনো অভিযোগ পাইনি। তবে শুনেছি ডিসি স্যার বরাবর অভিযোগ এসেছে। আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জামান / জামান

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য