ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

সোমবার আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৪:৪৪

সোমবার (২ ডিসেম্বর) স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করছে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-উল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।

দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দি মুক্তি দিচ্ছে, যার অধিকাংশ প্রবাসী।

পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন, ফুজিরা রাস-আল-খাইমা- এই সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত। এটি একটি যুক্তরাষ্ট্র হিসেবে ১৯৭১ সালের ২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

বর্তমান সময়ে আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকারক রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ, বিশেষত দুবাই হলো পর্যটন, খুচরা বিক্রয় এবং আর্থিক জোগানের একটি বিশ্বকেন্দ্র ও এখানে পৃথিবীর সর্বোচ্চ ইমারত এবং সর্ববৃহৎ মনুষ্য-নির্মিত সমুদ্রবন্দর রয়েছে। সম্প্রতি এসডব্লিএফের রিপোর্টে পৃথিবীর ধনী শহরের তকমা পেয়েছে আবুধাবি।

দারিদ্র্যপীড়িত আরব আমিরাতের মানুষের একসময় নিদারুণ আর্থিক সংকটে কেটেছে। কিন্তু বিগত একশ বছরে বিশেষ করে গত ৫০ বছরে দেশটিতে অলৌকিক পরিবর্তন ঘটেছে। দরিদ্র জেলে পল্লীতে গড়ে উঠেছে পৃথিবীর সুউচ্চ সুরম্য অট্টালিকা। ৬০-এর দশকে আবুধাবিতে তেল আবিষ্কৃত হওয়ার ফলে আরব আমিরাত দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্‌ইয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তাদের জাতির পিতা হিসেবে সম্মানিত। ২০০৪ সালের ২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্‌ইয়ান মারা যান। বর্তমানে তার পুত্র শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহ্‌ইয়ান আবুধাবির শাসক। ২০০৬ সালের জানুয়ারিতে, দুবাইয়ের শাসক এবং আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম মারা যান এবং ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুই পদেরই দায়িত্ব নেন।

T.A.S / T.A.S

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী

কাতারে "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন