ঢাকা মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সোমবার আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৪:৪৪

সোমবার (২ ডিসেম্বর) স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করছে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-উল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।

দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দি মুক্তি দিচ্ছে, যার অধিকাংশ প্রবাসী।

পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন, ফুজিরা রাস-আল-খাইমা- এই সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত। এটি একটি যুক্তরাষ্ট্র হিসেবে ১৯৭১ সালের ২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

বর্তমান সময়ে আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকারক রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ, বিশেষত দুবাই হলো পর্যটন, খুচরা বিক্রয় এবং আর্থিক জোগানের একটি বিশ্বকেন্দ্র ও এখানে পৃথিবীর সর্বোচ্চ ইমারত এবং সর্ববৃহৎ মনুষ্য-নির্মিত সমুদ্রবন্দর রয়েছে। সম্প্রতি এসডব্লিএফের রিপোর্টে পৃথিবীর ধনী শহরের তকমা পেয়েছে আবুধাবি।

দারিদ্র্যপীড়িত আরব আমিরাতের মানুষের একসময় নিদারুণ আর্থিক সংকটে কেটেছে। কিন্তু বিগত একশ বছরে বিশেষ করে গত ৫০ বছরে দেশটিতে অলৌকিক পরিবর্তন ঘটেছে। দরিদ্র জেলে পল্লীতে গড়ে উঠেছে পৃথিবীর সুউচ্চ সুরম্য অট্টালিকা। ৬০-এর দশকে আবুধাবিতে তেল আবিষ্কৃত হওয়ার ফলে আরব আমিরাত দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্‌ইয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তাদের জাতির পিতা হিসেবে সম্মানিত। ২০০৪ সালের ২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্‌ইয়ান মারা যান। বর্তমানে তার পুত্র শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহ্‌ইয়ান আবুধাবির শাসক। ২০০৬ সালের জানুয়ারিতে, দুবাইয়ের শাসক এবং আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম মারা যান এবং ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুই পদেরই দায়িত্ব নেন।

T.A.S / T.A.S

রিয়াদে কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি সোহেল রানা, হানিছ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত

বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছেন, ফুল দিয়ে হাজীদের রাষ্ট্রদূতের অব্যর্থনা

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন

কাতারের জি-মল শপিং কমপ্লেক্স এ যাত্রা শুরু হলো এরাবিয়ান এক্সচেঞ্জের ১৪তম শাখার

কাতারে অনুষ্ঠিত হবে রয়েল আকসা রেস্টুরেন্ট এশিয়ান মেগা কনসার্ট

কাতারে ওয়াকরা এলাকায় শুভ উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন "টি এন্ড মোর রেস্টুরেন্ট"

কাতারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কূটনীতিকদের অভ্যর্থনা

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে জেদ্দায় কূটনৈতিক সম্মানে নৈশভোজ

কাতারে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাতারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

পর্তুগালে আমাদোরা ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাতারে সাউথইস্ট ল্যান্ড এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত