কটিয়াদীতে উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইটে ভারতীয় পতাকা ও ইসকন
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ গেইটে ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অঙ্কিত ভারতীয় পতাকা ও ইসকন লেখা পাওয়া গেছে।সোমবার (২রা ডিসেম্বর) আনুমানিক রাত ৩টা থেকে ভোর ৬টার ভিতরে ঘটনাটি ঘটেছে বলে জানান উপজেলা প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,কটিয়াদী সরকারী কলেজ গেইটের সামনে ০১ টি ও কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় গেইটের সামনে রাতের অন্ধ্যকারে কে বা কাহারা ০২ টি ভারতীয় পতাকা এবং ইসকন লিখে অঙ্কন করে রাখে।
পরবর্তিতে বিষয়টি কলেজ ও বিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে আসলে কালো রং এর মাধ্যমে মুছে ফেলা হয়। এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম জানান,পতাকা অঙ্কন কারীরা চিহ্নিত হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম