ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ৩:৪৯

ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পথে প্রতিদিন দুই দফায় আসা-যাওয়া করা একমাত্র লোকাল ট্রেনটি গতকাল থেকে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার যাত্রীরা। তাঁদের অভিযোগ, বিকল্প উপায়ে সড়কপথে গন্তব্যে যেতে সময় ও খরচ দুই–ই বেশি হচ্ছে।

রেলস্টেশন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জংশন স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে ষ্টেশনের (৬৮.৫) কিলোমিটার দুরত্বের মধ্যে শম্ভুগঞ্জ স্টেশন, গৌরীপুর জংশন, শ্যামগঞ্জ স্টেশন, হিরণপুর স্টেশন, চল্লিশা স্টেশন, নেত্রকোনা বড় স্টেশন, নেত্রকোনা কোর্ট স্টেশন, বাংলা স্টেশন, ঠাকুরাকোণা স্টেশন, বারহাট্টা স্টেশন, অতিথপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন। লোকাল ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ভোর ৫টা ৪০ এবং দুপুর ২টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে ময়মনসিংহ জংশন স্টেশনের উদ্দেশ্যে প্রতিদিন সকাল সাড়ে নয়টা ও বিকেল সাড়ে পাঁচটায় মোহনগঞ্জ স্টেশন ছাড়ে ট্রেনটি। কিন্তু গতকাল (১ ডিসেম্বর) রবিবার  থেকে ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশন থেকে ট্রেনটিতে চড়ে আসা-যাওয়া করা বিভিন্ন দপ্তরের চাকুরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

নেত্রকোনা থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেনে নিয়মিত যাতায়াতকারী বারহাট্টা উপজেলা সদরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহাম্মদ হোসেন বলেন, 'লোকাল ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আমার মতো যারা চাকুরীজীবি আছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। বাস ও অন্যান্য যানবাহনে যাতায়াত করাতে বেশিরভাগ চাকুরীজীবিরাই সময় মত অফিসে পৌঁছাতে পারছেন না। আমাদের মত দুর্ভোগে পড়া যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ -মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।'

হোসনা আক্তার নামের আরেক যাত্রী সকালের সময়কে জানান, আমার মতো অনেক চাকুরীজীবিই ময়মনসিংহ স্টেশন থেকে পর্যায়ক্রমে শম্ভুগঞ্জ, বিশকা, গৌরীপুর, শ্যামগঞ্জ, হিরণপুর, চল্লিশা, নেত্রকোনার বড় স্টেশন, কোর্ট স্টেশন, ঠাকুরাকোনা, বারহাট্টা, অতিথপুর ও মোহনগঞ্জে সুবিধামতো যাওয়া-আসা করতে পারেন। ট্রেনটি বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত নেত্রকোনা শহরের বাসিন্দা কুতুব উদ্দিন বলেন, 'লোকাল ট্রেন দিয়েই বাড়ি থেকে মোহনগঞ্জ গিয়ে চাকরি করি। সকালে লোকাল ট্রেনে গিয়ে অফিসের ডিউটি শেষে বিকেলে আবার লোকাল ট্রেনে চলে আসি। গতকাল থেকে ট্রেন বন্ধ থাকায় বড় বিপদে আছি।'

এ বিষয়ে বারহাট্টা রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ মোজাম্মেল হকের সাথে কথা বললে তিনি জানান, ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি সর্বশেষ গতকাল ৩০ নভেম্বর বারহাট্টা হয়ে মোহনগঞ্জ এসেছিল। এরপর গতকাল থেকে বন্ধ আছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা অনিবার্য কারণে গতকাল ১ ডিসেম্বর ময়মনসিংহ থেকে চলাচলকারী সকল লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানান। দ্রুতই অন্যান্য লোকাল ট্রেনের সাথে ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত