ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাস্তা নির্মাণ তাৎক্ষণিক অভিযান কর্তৃপক্ষের


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ৪:১৬

মিরপুর বেড়িবাঁধের তুরাগ সিটি সংলগ্ন তুরাগ হাউজিং এর নামে ১১ তলা বিল্ডিং এর কাজ শেষ পর্যায়ে থাকলেও , বিল্ডিংয়ে ঢোকার জন্য কোন রাস্তা না থাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারী জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ।সরজমিনে গিয়ে দেখা যায়, তুরাগ হাউজিং এর নামে বেজমেন্ট সহ ১১ তলা বিল্ডিং এর কাজ শেষ পর্যায়ে, রাজউক অনুমোদিত  নেই কোন সাইনবোর্ড । বিল্ডিং এ ঢোকার জন্য নেই কোন রাস্তা । পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাঁশ ও ইট দিয়ে  রাস্তা নির্মাণ করা হচ্ছে ‌।

উপস্থিত জমির মালিক পরিচয় দানকারী আশীষ নামীয় ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ জন মিলে বিল্ডিং টা করছেন ।  রাজউকের অনুমোদন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, অনুমোদন আছে, কাগজ পত্র অফিসে আছে  ।সাইনবোর্ড লাগানো নাই কেন ?এমন প্রশ্নে তিনি বলেন, ২-১ দিনের ভিতরে লাগিয়ে দিব । পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার বিষয় বলেন, আমরা আবেদন করেছি ।কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিতে বললে, আমরা রাস্তা নির্মাণ বন্ধ করে দিব । তুরাগ হাউজিং এর সভাপতি বাবুল চৌধুরীর সঙ্গে কথা বলার  জন্য বলে ঊনি দ্রুত স্থান ত্যাগ করেন  ।

এ বিষয়ে জানতে রাজউকের কর্মরত পরিদর্শক আতিফ ইসলাম ইমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন হাউজিং এর অনুমোদন নাই, সকল কার্যক্রম বন্ধ । এ বিষয় তিনি এর আগেও অভিযোগ পেয়েছেন এবং ব্যবস্থা নিবেন বলে জানান ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী  প্রকৌশলী এম এল সৈকত সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই । কেউ যদি সরকারি জায়গা দখল করার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে,আমি এখনই ব্যবস্থা নিব বলেই তাৎক্ষণিক অফিস সহকারী দেলোয়ার হোসেনকে পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন ।

এ বিষয়ে অফিস সহকারী দেলোয়ারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সব কিছু দেখেছি, তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, ছবি তুলে নিয়েছি ,স্যারকে জানাবো এবং  ২-১ দিনের ভিতরেই এখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়ার ব্যবস্থা করব ।পার্শ্ববর্তী তুরাগ সিটির গেটের ভেতর দিয়ে সরু একটি গলির সন্ধান পাওয়া যায়, বাঁশের বেড়া দিয়ে ঘেরা,যেখানে আট জনের নাম সম্বলিত একটি সাইনবোর্ড টানানো আছে ।

বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়---

এমএসএম / এমএসএম

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট বিরোধী মিছিল- ম্লোগান