বিএনপির সন্মেলনকে ঘিরে বারহাট্টায় বইছে উৎসবের আমেজ

সকল বাধা-বিপত্তি ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর চলতি ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যপক উৎসাহ উদ্দীপনা। উপজেলা জুড়ে বইছে সাজ সাজ রব। সম্ভাব্য প্রার্থী ও সকল নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।উপজেলা বিএনপি সূত্রে জানাগেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পদের জন্য সম্ভাব্য মোট ছয় জন হেভিওয়েট প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তবে আসন্ন সম্মেলনের তারিখ ঘোষণার পর প্রার্থীর সংখ্যা আরো বাড়বে বলে বলছেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ ৮ বছর প্রতিক্ষার পর সম্মেলন হতে যাচ্ছে এই খুশিতে উৎসবের আনন্দ বিরাজ করছে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মাঝে। সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের নেতা নির্বাচন করতে পারবে বলে খুশি তৃণমূল পর্যায়ের ভোটাররা।
উপজেলার ৭টি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সবাই ভোট দিতে পারবেন। ৭টি ইউনিয়নে মোট ৪৯৭ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
বিএনপির তথ্যসূত্রে এখন পর্যন্ত জানাগেছে, আসন্ন দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি পদে প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে লড়বেন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহম্মেদ কমল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল।
উল্লেখ্য যে, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগেই তৎক্ষালীন উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিএনপির সম্মেলন মঞ্চ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজ মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলে একই দিনে যুবলীগের প্রোগ্রাম দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে সম্মেলন স্থগিত করা হয়। স্থগিত হওয়া সম্মেলন চলতি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা আসার পরই নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করে। অন্যদিকে তারিখ ঘোষণা না হলেও সন্মেলনকে ঘিরে প্রার্থীরাও বেশ চাঙ্গা। আগে থেকেই তারা নেতা-কর্মীদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
