ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৪:২৮

ভর্তি পরিক্ষায় পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা, 'কোটা না মেধা, মেধা মেধা', 'সাকিব আঞ্জুম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'একশন একশন, ডাইরেক্ট একশন', 'পোষ্য কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট একশান' 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'মেধাবীদের কান্না, আর না আর না', 'পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'বাপের কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'সারা বাংলায় খবর দে, পোষ্য কোটার কবর দে' ইত্যাদি স্লোগান দেন। 

প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাসুদ রানা বলেন, যারা সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে সমাজের এক কাতারে নিয়ে আসার জন্য কোটার সুবিধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা কিভাবে সুবিধা বঞ্চিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান হিসেবে এর মুল অস্ত্র হচ্ছে মেধা। একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভিত্তি হচ্ছে একজন শিক্ষার্থী তার মেধার ভিত্তিতে সঠিক সাবজেক্টে ভর্তি হবে এবং সেই মেধাবীরাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশ তথা বিশ্বে প্রতিষ্ঠিত করবে। পারিবারিক পরিচয়, দলের পরিচয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্যই বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক বিন্যাস এখন পর্যন্ত বিকশিত হতে পারেনি।'

এ সময় পোষ্য কোটার বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল সজীব বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের নৈতিক দাবি আদায় না করে রাজপথ কখনো ছাড়ে না ছাড়বেও না।  আপনাদের যদি কোন যৌক্তিক দাবি থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বসতে পারেন। আমরা আপনাদের সাথে বসতে চেয়েছিলাম কিন্তু আপনারা বসেন নাই। কারণ আপনারা জানেন যে সুবিধা আপনারা ভোগ করছেন সেটি একটি  অন্যায্য সুবিধা। সেজন্যই আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মুখীন হতে  ভয় পেয়েছেন।আমরা এই অন্যায্য কোটা বিশ্ববিদ্যালয় থেকে দূর করে রাজপথ ছাড়বো।'

এ সময় বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, '২৪ এ বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হওয়ার পরে পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটার বিরুদ্ধে আমাদের আবার রাজপথে নামতে হবে এটি খুবই দুঃখজনক। খোঁজ নিলে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অল্প কয়েকজন ব্যতীত বাকিরা সবাই একজন আরেকজনের আত্মীয়। এই আত্মীয়সভা আমাদের ভাঙতে হবে। পোষ্য কোটার মতো একটি অন্যায্য বিষয় বহাল  রাখার জন্য আবু সাঈদ- মুগ্ধরা জীবন দেন নাই। এ কোটা ব্যবস্থার সম্পূর্ণ উৎখাত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।'

রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের সঞ্চালনায় প্রায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

T.A.S / T.A.S

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প সম্পন্ন

র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের

পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

জবির ৭০০ শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবি শিক্ষক সমিতি নির্বাচন বর্জন নীলদলের

চবিতে ডোপ টেস্ট শুরু আগামী ১২ ডিসেম্বর, পজিটিভ আসলেই হলের সিট বাতিল

ইবিতে ২১ মাস পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

জুলাই গণহত্যা সমর্থন করায় জবি অধ্যাপককে অবাঞ্ছিত ঘোষণা

ইবিতে নব নিযুক্ত প্রো-ভিসিকে সংবর্ধনা দিল আল কোরআন বিভাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিএসআরটি এর আয়োজনে এডভান্স ট্রেনিং অন রিসার্চ ম্যাথোলজি কোর্সের সনদ বিতরণ

ভিসি কোটা বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন