সকালের সময়ে সংবাদ প্রকাশের জের
চট্টগ্রামে ম্যাক্সের দখলদারিত্ব সাম্রাজ্যে রেলের উচ্ছেদ অভিযান
চট্টগ্রামে একযুগের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা ম্যাক্স গ্রুপের সাম্রাজ্যে অভিযান চালিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ। এসময় প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৪০ শতক জমি উদ্ধার করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা। গত ১০ ডিসেম্বর 'রেলের জমি ব্যবহার: শতকোটি টাকা ভাড়া ফাঁকির অভিযোগ ম্যাক্সের বিরুদ্ধে ' শিরোনামে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের জেরে তারপর দিন ১১ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। তবে ফাঁকি দেয়া ভাড়ার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এসময় আশেপাশে থাকা আরো ১২ টি দোকান ও ৫ টি বসত ঘর উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, নগরের নতুন রেল স্টেশনের ভিতরে একযুগের বেশি সময় ধরে ৬ হাজার বর্গফুট জমি দখলে রেখেছিল। যেখানে ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রায় ৭০ লাখ টাকা ফাকি দিয়েছে।
উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বেশকিছু দোকান ও বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এসব স্থাপনা। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স যখন রেলের সঙ্গে কাজ করেছিল তখন তারা কিছু বাসা বানিয়েছিল। সেগুলো কাজের প্রয়োজনে করায় তখন বাধা দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে তারা আর সেগুলো সরিয়ে নেয়নি। এভাবেই দীর্ঘদিন ধরে দখল হয়ে যায় এসব জায়গা। আজকের অভিযানে সেসব জায়গাও উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার করা হবে। শুধু ম্যাক্স নয়, যারা অবৈধ সবাইকে উচ্ছেদ করা হবে।
ম্যাক্সের শতকোটি টাকা ভাড়া ফাঁকির বিষয়ে তিনি বলেন, ফাঁকি দেয়া ভাড়া আদায়ে আমরা কাজ করছি, তদন্ত চলছে। কি পরিমাণ ভাড়া ফাঁকি দিয়েছে তা নির্ধারণে কাজ চলছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে দোকান করা হয়েছিল। রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেওয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো করা হয়েছিল।
T.A.S / T.A.S