ধনবাড়ীতে উৎসব মুখর পরিবেশে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাংগাইলে ধনবাড়ী উপজেলায় এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের আয়োজন ধনবাড়ী উপজেলার সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।
১৩ ডিসেম্বর (শুক্রবার ) সকাল ১০ ঘটিকায় ধনবাড়ী উপজেলার ২টি কেন্দ্রে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এ ২১টি পরীক্ষার হল এ ১ম শ্রেনি- ১৩২জন, ২য় শ্রেনি – ১২৬জন, ৩ম শ্রেণি- ১০২জন, ৪র্থ শ্রেণি- ১৩০জন, ৫ম শ্রেণি-১৯৭জন, ৬ষ্ঠ শ্রেণি- ১৩৭জন ৭ম শ্রেণি- ৭৬জন, ৮ম শ্রেণি-৮৫জন সর্বমোট ৯৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন ।
ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনটি সভাপতি ইরশাদ আলী ও সম্পাদক মুহাম্মদ সোলায়মান আকন্দসহ ১৬৫ জন শিক্ষক নিয়ে ২০১৮ সালে তাদের কার্যক্রম শুরু করেন।
ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা প্রকল্পটি প্রকল্প সচিব মোঃ রেজাউল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ সোলায়মান আকন্দ এর পরিচালনায় ২০২২ সালে ১ম বৃত্তি পরীক্ষা প্রকল্পটি শুরু করেন ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন।
২০২৩ সালে ২য় বার বৃত্তি পরীক্ষার আয়োজন করেন ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন । ২০২৩ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৭৯৪ জন শিক্ষার্থী । ৭৯৪ জন শিক্ষার্থী মধ্যে বৃত্তি প্রাপ্ত হয় মোট ১৫৩ জন। ১৫৩ জনের এর মধ্যে ট্যালেন্ট পুলে ৪০ জন এবং সাধারন বৃত্তি প্রাপ্ত হন ১১৩জন।
২০২৪ সালে ৩য় বার বৃত্তি পরীক্ষার আয়োজন করেন ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন । ২০২৪ সালে বৃত্তি পরীক্ষায় ৯৮৫ জন শিক্ষার্থী নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে
প্রকল্প সচিব মোঃ রেজাউল করিম বলেন , ২০২২ সালে বৃত্তি প্রকল্পটি চালু করা হয়। বিগত প্রায় ২ বছর যাবত কৃতিত্বের সাথে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে আসছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা অন্বেষণ করায় আমাদের বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার কেন্দ্রে নিরাপত্তার জন্য ৫জন স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য নিয়োজিত ছিল। এদিকে অবিভাবকদের সাথে কথা বলে জানা যায় , বৃত্তি পরীক্ষা মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আগ্রহ বারবে। এই ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরিক্ষা মেধার বিকাশ ঘটবে। অভিভাবকরাও এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
T.A.S / T.A.S