কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তান স্বনামধন্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী ও অনান্য বিশিষ্ট ব্যাক্তিদের বাড়ি থেকে চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে। তাদের স্বরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় বলে সভায় আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন। নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দিবসটি উদযাপন সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম