ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

কোনাবাড়ীতে ডলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ২:২৬

গাজীপুরের কোনাবাড়ীতে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ। জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোনাবাড়ী থানাধীন  ফ্লাইওভারের নিচে এরা ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটকৃতরা হলে‍া- ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাসুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে কোরবান আলী মুন্সী (৪৫) এবং একই জেলার আবদুল হালিম (৫০), মোস্তফা (২৪) এবং নুরুল ইসলাম (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় একই জেলার তারা বানু (৫০), সোহরাব (৩৭), বেল্লালসহ (৩৫) আজ্ঞাত আরো চার-পাঁচজন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে  জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে কোরবান আলী মুন্সী চন্দ্রা থেকে ভুক্তভোগীর মোটরসাইকেলযোগে কোনাবাড়ী বাজারে আসে। তখন ভাড়া বাবদ ১০০ টাকার একটি নোটসহ চারটি ডলারের নোট দেয়। ডলারের বিষয়ে জানতে চাইলে প্রতারক চক্রের ওই সদস্য তখন বলে, আমার বোন সিলেটে একটি বাসায় চাকরি করে। সেখান থেকে অনেকগুলো ডলার চুরি করে এনেছে। উক্ত ডলার কম দামে বিক্রি করবে বলে প্রলোভন দেখায়। ভুক্তভোগীও ডলার কেনার ইচ্ছা পোষণ করে।

পরে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোনাবাড়ী থানাধীন ফ্লাইওভারের নিচে এরা ফিলিং স্টেশনের সামনে ডলার দেয়ার জন্য প্রতারক চক্রের ১০ সদস্যের একটি দল আসে। তখন ভুক্তভোগী নগদ ৯০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে কোরবান আলী মুন্সীসহ প্রতারক চক্রের অন্য সদস্যরা তাকে চেনে না বলে অস্বীকার করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ৪ জনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে চারজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আমেরিকান ৪টি ডলার এবং চারটি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়।
  
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ইতিপূর্বে এই প্রতারক চক্রটি প্রতারণার ফাঁদে ফেলে কম দামে ডলার দেবে বলে বাইকচালক আশরাফুল ইসলাম এবং চপল রহমানের কাছ থেকে ৮০ হাজার করে ১ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ কছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা করার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদলতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ