পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতি অভিবাসী দিবস পালিত
বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনসহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে র্যালী শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরছকারের সভাপতিত্বে ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর ইন্সপেক্টর রাশেদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পটুয়াখালীর সহকারি পরিচালক আরজু আক্তার শারমিন। বিশেষ অতিথি হিসেবে দিবসের প্রতিপাদ্য বিষয় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল হাসান। আরো বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র পটুয়াখালীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রবাসী কল্যান ব্যাংক পটুয়াখালীর ব্যবস্থাপক কে এম কামরুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এসএভিপি ও শাখা প্রধান মো. খলিলুর রহমান, জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী মো. সাইফুল ইসলাম।
সভায় জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারী মালয়েশিয়া প্রবাসী দুমকি নিবাসী মো. সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার ও প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপক কে এম কামরুল হাসান। সাইফুল ইসলাম দুই কোটি একত্রিশ লক্ষ চৌষট্টি হাজার তেষট্টি টাকা রেমিটেন্স প্রেরন করেছেন। এছাড়া সভায় টিটিসি থেকে প্রশিক্ষন নিয়ে মালয়েশিয়া গমনেচ্ছুক যুবক মো. জাহিদুল ইসলামকে দুই লক্ষ ৫০ হাজার টাকা ঋনের একটি চেক হস্তান্তর করা হয়। সভায় প্রবাসী কর্মীদের সন্তান প্রতিবন্ধী মো. সিয়ামকে ১২ হাজার টাকা, আতিকুর রহমানকে ৩৪,০০০ টাকা, মিথিল হোসেনকে ২৭,৫০০ টাকা ও আরাফাতকে ৩৪ হাজার টাকা মেধাবী বৃত্তি প্রদান করা হয়।
T.A.S / T.A.S
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ