সারা দেশের ন্যায় গোপালগঞ্জে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কের শহীদ মিনারের সামনে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র আহ্বানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একে অপরের হাতে হাত রেখে এ কর্মসূচি পালন করে। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় পরিষদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সোহেল, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসানুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে উক্ত পদে পদায়ন করলে সে ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই। শুধু তাই নয় এতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও যদি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমস্ত পদ পূরণ করে সেক্ষেত্রেও আমাদের কোন আপত্তি নেই। আমরা আপনাদের (গণমাধ্যমে) মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট গুরুত্বপূর্ণ এ বিষয়ে দ্রুত সমাধানের জোর দাবি জানাই।
এসময় উক্ত মানববন্ধন কর্মসূচিতে ২৫ ক্যাডারের প্রায় শতাধিক কর্মকর্তা, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

উল্টোপথে ট্রাক ধাক্কা দিল সিএনজিকে প্রাণ গেল দু’জনের

কোনাবাড়ীতে মুদি দোকান ও বাসা পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরে শেষ হবে-পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ডাক্তার মোঃ ইউনুস আলী

৩১ দফা বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: মনোয়ার সরকার

যানজটের কবলে হাতহাজারী কাচারী সড়ক

বড়াইগ্রামে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, তরুণ সাংবাদিকদের নেতৃত্বে নতুন কমিটি

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন
