বাঁশখালীতে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক
বাঁশখালীতে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মোঃ সুজন (২২) নাম এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাঁশখালী কলেজ সংলগ্ন কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইটের সামান্য পূর্ব পাশে বাঁশখালী - সাতকানিয়া সংযোগ সড়কের উপর এঘটনা ঘটেছে। আহত মো. সুজন (২২) উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার মৃত মো. শাহজাহান এর ছেলে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গুনাগরীস্থ মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যায়, অবস্থা গুরুতর হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক,আহত সুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তার স্বজনরা।
আহত মো. সুজনের চাচা মো.সেলিম উদ্দিন বলেন, আমার ভাইপোত সুজনকে একই এলাকার মৃত আবুল খাইয়ের এর পুত্র মো. মনজুর আলম ওরফে মনিক্কা এবং তার ছেলে মোঃ রমিজ(ওরফে পিএল ডাকাত) এবং রাশেলসহ ১৫-২০ জন লোকজন সন্ত্রাসীরা হামলা করেছে, হামলার একপর্যায়ে পিএল নামের ওই সন্ত্রাসী তার হাতে থাকা ছুরি দিয়ে সুজনের পেটে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে, একই সাথে সন্ত্রাসী রমিজ উদ্দিন ওরফে পিএল ডাকাত এবং তার ভাই রাশেদসহ অন্যান্য সন্ত্রাসীরা মো. সুজনকে এলোপাতাড়ি পিটিয়ে আঘাত করায় মাটিতে পড়ে যায় সুজন। মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে, বর্তমানে সুজনের অবস্থা খুবই আশংকাজনক বলেও জানিয়েছে সেলিম। কি কারণে এই ঘটনা ঘটেছে? জানতে চাইলে সেলিম বলেন, কোন একটা মহিলাকে ফোন করার কথা বলে এঘটনা ঘটিয়েছে, তবে আমার ভাইপোত কোন মহিলাকে ফোন করেনাই বলে অনেক বড় শপথ করেছে,এমনকি বিষয়টি মেম্বারকে বলেছিল আমার ভাইপোত,তবুও তারা কোন ধরণের কথা শুনতে চায়নি, তারা ক্ষিপ্ত হয়ে এঘটনা করেছে।
স্থানীয়রা জানান, রমিজ উদ্দিন ওরফে পিএল নামের ছেলেটি একজন কিশোর গ্যাং লিডার, এলাকায় তার নেতৃত্বাধীন একটি সক্রিয় কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি, ডাকাতি, মদ্যপান, ছিনতাই, পাহাড় দখল ও দেশীয় তৈরি ছুরি, কিরিচ, অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা, ত্রাস সৃষ্টিসহ নানা অপকর্ম করলেও তার সক্রিয় সিন্ডিকেট চক্রের ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায়না। তারা আরো বলেন, সাম্প্রতিকে ওই এলাকায় দোকান চুরির ঘটনা ঘটেছিল, ওই ঘটনায় রমিজ উদ্দিন পিএল এর নেতৃত্বাধীন সক্রিয় সিন্ডিকেটের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে যাওয়াতে তাদের কয়েকজনকে স্থানীয়রা মারধর করে, ওই ঘটনার পর থেকে সুজনের প্রতি পিএল এর সিন্ডিকেট চক্র ক্ষিপ্ত হয়, এতে সর্বশেষ তারা পরিকল্পিত ভাবে সুজনের উপর হামলা করেছে বলেও বিশেষ সুত্রে জানা গেছে।
এবিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, এখনো পর্যন্ত এধরনের কোনো অভিযোগ আসেনাই, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
T.A.S / T.A.S
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক