ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরায় বিএনপির র‌্যালি


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬-১২-২০২৪ রাত ৯:১৬

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে এবং জেলা বিএনপির দীর্ঘ ৫ বছর আগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টায় শহরের সংগীতা মোড়স্থ পরিবহন কাউন্টারের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান এর সভাপতত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, দেবহাটা উপজেলার বিএনপি আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি আবুল হাসান হাদী, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল­াহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ অন্যান্যরা।

সভায় তারিকুল হাসান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির একটি কমিটি উপহার দিন। তিনি এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরো বলেন, যদি যোগ্য লোকদের নিয়ে কমিটি উপহার দেন তাহলে আমরা রাজপথ থেকে আশ্বস্ত করতে চাই আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে চারটি আসনই আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবো ইনশাল­াহ। জেলা বিএনপির বর্তমান আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ বাংলার আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য শেখ হাসিনা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরার উন্নয়নের কারিগর, তালা-কলারোয়ার জননন্দিত নেতা বার বার নির্বাচিত সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের নামে মিথ্যা মামলা দিয়ে ফরমেয়েশি রায়ে ৭০ বছরের সাজা দিয়েছিল। আর তার এ সাজা দেয়ার জন্য এটর্নি জেনারেল ঢাকা থেকে সাতক্ষীরা কোর্টে আসতেন। আর তার সহযোদ্ধা হিসেবে আজকের জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী তার সাথে থাকতেন, কিভাবে হাবিবুল ইসলাম হাবিবকে সাজা নিশ্চিত করা যায়।

সভায় বক্তারা সতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা আহবায়ক  কমিটি বিলুপ্ত ঘোষনা করার দাবি জানান। সভা শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এ্যাড. সৈয়দ ইফতেখার আলী আহবায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে  পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

T.A.S / T.A.S

দেশ থেকে নমরুদ ফেরোয়ানের যুগ শেষ নবীর যুগ শুরুঃ কর্ণেল অলি আহমদ

"ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা" পটুয়াখালীতে-আলতাফ হোসেন চৌধুরী

কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জোড়া খুনের ঘটনায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে রাকিবকে নিস্বার্থ মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগরে বাদ্যযন্ত্রের তালে তালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

হাজার হাজার কোটি পাচারের প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে

আঙ্গারপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মশিউর; সম্পাদক নূর মোহাম্মদ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারী মোকারম হোসেন এর বাবার জানাযা ও দাফন সম্পন্ন

বেনাপোল ইমিগ্রেশানে আগত সেই পাসপোর্ট যাত্রীর মৃত্যু ঘটনায় গ্রেফতার-৩

খাগড়াছড়িতে দুই আ’লীগ নেতা, ১২ টি পরিবারের ভূমি দখলের , প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিংড়ায় সাদপন্থীদের হামলার প্রতিবাদে তৌহিদী জনতা ও আলেমদের বিক্ষোভ

বালিয়াকান্দিতে দলিল লেখক কবির আর নেই