হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বারহাট্টা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে হিন্দু-মুসলিমসহ নানা ধর্ম ও বর্ণের মানুষের বাস নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। গত ৫ আগষ্টে গণঅভ্যুত্থানের পর কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন হলেও বিন্দু পরিমান আঁচ লাগেনি বারহাট্টার হিন্দু-মুসলিম সম্প্রীতির বন্ধনে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে এ উপজেলা সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি। রয়েছে হিন্দু-মুসলিমদের মিলিত সম্প্রীতির মেলবন্ধন। নেই কোনো ভেদাভেদ, নেই বিদ্বেষ। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য লীলাভূমি।
সরেজমিনে উপজেলা সদর, সাহতা, বাউসী, চিরাম, রায়পুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা নিয়ে মসজিদ-মন্দিরে মগ্ন উপজেলার হিন্দু-মুসলিমরা। নেই কোন বিভেদ ও ধর্মীয় উসকানি। মজবুত সম্প্রীতির বন্ধন আর সৌহার্দ্যপূর্ণ আচরণে একে অপরের প্রতি বিদ্যমান রয়েছে সহমর্মিতা।
প্রতি বছরের ন্যায় এবছরও শীতের শুরুতেই একে অপরের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে- মুসলমান ধর্মাবলম্বীদের ওয়াজ মাহফিল, ওরশ, হিন্দু ধর্মালম্বীদের কীর্তন, ভাগবত পাঠসহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান।
উপজেলা সদরের গড়মা পশ্চিম পাড়া সার্বজনীন কীর্তন কমিটির সার্বিক পরিচালনার দ্বায়িত্বে থাকা রঞ্জিত দেবের সাথে কথা বললে তিনি সকালের সময়কে জানান, কয়েকদিন আগে আমাদের গ্রামে ২৪ প্রহর ব্যাপী কীর্তন ও লীলা কীর্তনের আয়োজন করেছিলাম। আমাদের কীর্তনে বরাবরের মতোই হিন্দুদের থেকে যেমন সহযোগিতা পেয়েছি তেমনি মুসলিম ভাইদের কাছ থেকেও একইরকম সাহায্য সহযোগিতা পেয়েছি। প্রতিবারের মতো এবারও আমাদের এলাকায় দূর্গা পুজা, কালী পুজা, কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছি।
গোপালপুর গ্রামের পীর কাঞ্চন ফকির বলেন, একই গ্রাম কিংবা পাড়ায় পাশাপাশি বসবাসের ফলে সম্প্রদায়গত পার্থক্য থাকলেও কেউ কখনো আমাদের সম্প্রীতির বন্ধনে কোনো চির ধরাতে পারেনি। তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমার মাজারে ওরশে মুসলিমদের পাশাপাশি হিন্দুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমাদের ধর্মীয় সম্প্রীতি দেখলে বাইরের যেকারো হিংসা লাগবে। সৃষ্টিকর্তার কাছে আমার চাওয়া- 'আমরা যেন একে অপরের প্রতি এমন ভালবাসায় সিক্ত হয়ে জীবন কাটিয়ে দিতে পারি।'
বারহাট্টার উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার সকালের সময়কে বলেন, বাংলাদেশের অনেক জায়গায় ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে কিন্তু আমাদের বারহাট্টায় হিন্দু-মুসলিমের ধর্মীয় সম্প্রীতি এখনও বজায় রয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগষ্টে গণঅভ্যুত্থানের পর কতিপয় দুষ্কৃতিকারীরদের উষ্কানিতে দেশের অনেক এলাকায় হিন্দু-মুসলিমের সম্প্রীতি নষ্ট হয়েছে কিন্তু আমাদের এলাকার কোন জায়গায় এখন পর্যন্ত কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আমার দৃঢ় বিশ্বাস আর ঘটবেও না।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এই শিক্ষাই ধর্মের শিক্ষা। ধর্ম মানুষকে সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতার শিক্ষা দেয়।আমাদের এলাকায় সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে পালন করে নিজ নিজ ধর্মীয় উৎসব। কোন ধর্মীয় বিদ্বেষ তো নেই, বরং আছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর সাহচর্য।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন, 'একই পরিবারের দু'ভাই যখন শান্তিতে থাকে, আমরা বলি ভাইয়ে-ভাইয়ে সম্প্রীতি আছে। তেমনি আমাদের এলাকার হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ যখন একত্রে মিলেমিশে বসবাস করছে তখন আমরা গর্ব করে বলি আমাদের এলাকায় ধর্মীয় সম্প্রীতি আছে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার কারণে এখনও আমাদের এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে।' আশাকরি ভবিষ্যতেও থাকবে। 'ধর্ম যার যার উৎসব সবার' আমাদের এলাকার মানুষ এ মতাদর্শে বিশ্বাসী।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আমি এলাকায় নতুন। তুবও কয়েকদিন এ এলাকার মানুষদের সাথে মিশে বুঝতে পেরেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমভাবাপন্ন। এখানকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। থানায় খবর নিয়ে দেখেছি অন্যান্য বিভেদ নিয়ে মামলা হলেও নেই সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
