সংখ্যালঘু বলে কিছু নেই, এদেশ আমার আপনার আমাদের সকলের: আব্দুল মতিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নাই। এদেশ আমার, আপনার, আমাদের সকলের। দেশের উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে একযোগে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে, যারা দেশের ক্ষতি করতে চেয়েছিল তারা আজ পালিয়ে গেছে, চলে গেছে তাদের আসল ঠিকানায়।
শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন শাখার আয়োজনে এক ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক আমীর আব্দুল মতিন। সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সম্মেলনে ধনেশ্বরগাতী ইউনিয়ন শাখার আমীর আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বাচ্চু, অমুসলিম শাখার সভাপতি অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, মাগুরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, শালিখা উপজেলা শাখার আমীর অধ্যাপক আফসার আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার সভাপতি আশিক খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনেশ্বরগাতী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফতেহ আলী, সাধারণ সম্পাদক ওলিউর রহমানসহ ধনেশ্বরগাতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ ও কর্মী বৃন্দ প্রমূখ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাইদ আহম্মেদ বাচ্চু বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছিল, বাংলাদেশকে তারা আয়না ঘরের রূপান্তরিত করেছিল, তারা বলে আমরা এ দেশকে ভালোবাসি আমরা এ দেশকে স্বাধীন করেছি, মিথ্যা কথা! স্বাধীন করেছে তৌহিদী জনতা বাংলাদেশের মানুষ। যারা এদেশকে ভালোবাসে তারা এ দেশে আছে ভবিষ্যতে থাকবেন।
T.A.S / T.A.S

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
