বাঁশখালীতে দেদারছে চলছে মাটিকাটা ও বালু উত্তোলন মহোৎসব
চট্টগ্রামের বাঁশখালীতে দেদারছে চলছে মাটিকাটা এবং অবৈধ বালু উত্তোলন মহোৎসব, ফসলি জমির টপসয়েল কাটার পাশাপাশি পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করা হচ্ছে অবাধে। বাঁশখালী পৌরসভার জলদীসহ উপজেলার পুঁইছড়ি, পূর্ব চাম্বল,শীলকূপ, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে চলছে পাহাড় কাটা, মাটিকাটা এবং অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের অভিযানেও থামছেনা এসব পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড।
সরেজমিনে জানা গেছে, উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে উত্তর জলদী ৪নং ওয়ার্ড ছুম্মাপাড়া সংলগ্ন সুপারিকাটা এলাকায় পাহাড়ি ছড়ায় স্ক্যাভেটর দিয়ে দিনে-রাতে মাটিকাটা ও বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে আশপাশের বাড়িঘর ও সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, দক্ষিণ পুইছড়ি এলাকার প্রেমবাজারের দক্ষিণে প্রধান সড়কের উভয় পাশে ৩-৪টি স্ক্যাভেটর ও ২০-২৫টি ডেম্পার ট্রাক রাতের ফসলি জমির টপসয়েল কাটার মহোৎসব, প্রশাসনের অভিযান এড়াতে বিভিন্ন পয়েন্টে থাকে মোটরসাইকেল আরোহীঅন্তত ২৫-৩০ জন যুবক, প্রশাসন অভিযান পরিচালনা করতে অফিস থেকে বের হলে মাটিকাটা বন্ধ করতে ট্রাক (ডেম্পার) চালকদের সতর্ক করে দিতে ওইসব যুবকরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে থাকেন বলেও জানা গেছে।
রবিবার রাতে সরেজমিনে সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে পুঁইছড়ির এলাকায় মাটিকাটায় নিয়োজিত স্ক্যাভেটর ও ট্রাকের নিরাপত্তায় থাকা বেশ যুবকরা আত্মগোপনে চলে যায়, তবে সেখানে আওয়ামীলীগ নেতা সুলতানুল গণী চৌধুরী লেদুর নেতৃত্বে ফসিল জমি থেকে ওইসব মাটিকাটা হচ্ছে বলে প্রেমবাজার এলাকার বেশ কিছু লোক মারফত জানা গেছে।
কালীপুর ইউনিয়নের ছলিয়ার বাপের পুল এলাকায় সড়কের পাশের ছড়া থেকে প্রতিনিয়িত বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট মহল। আগে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা ওই ছড়া থেকে বালি উত্তোলন করলেও এখন হাত বদল হয়ে নতুন সিন্ডিকেট বালু উত্তোলন করছে। তাছাড়া খানখানাবাদ ইউনিয়নের ইশ্বরবাবুর হাট, সাধনপুর সওদাগরপাড়া, সাহেবের হাটের পুর্বে পাহাড়ি ছড়া, বাণীগ্রাম বাজারের পশ্চিম পাশের ভূমি অফিস সড়ক সংলগ্ন পাহাড়ি ছড়া, পুকুরিয়া তেচ্ছিপাড়া, মোনায়েমশাহ বাজারের পশ্চিম পাশে জুইদন্ডি ঘাট এলাকাসহ বিভিন্ন স্থানেও একই ভাবে চলছে বালু উত্তোলন। অপরদিকে বাণীগ্রামের পূর্বপাশের পাহাড়ে, গুনাগরীর পূর্বের পাহাড়, উপজেলা সদরের পূর্বে দিঘীরপাড় সংলগ্ন একাধিক পাহাড়, উত্তর জলদী ৪নং ওয়ার্ড এলাকার পাহাড়, চাম্বল, গণ্ডামারা এবং সরলে রাখতের আঁধারে ফসলি জমি ধ্বংস করে কেটে নেয়া টপসয়েল। ওইসব মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায় এবং জায়গা ভরাটের কাজে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কথিত আওয়ামী যুবলীগ নেতাদের ছত্রছায়ায় থাকা প্রভাবশালী সিন্ডিকেট পাহাড় ও ফসলি জমি থেকে মাটি কাটত। সরকার পরিবর্তনের পর বিএনপির কতিপয় নেতার যোগসাজশে মাটিকাটার রমরমা ব্যবসা এখনো চালিয়ে যাচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জসিম উদ্দিন বলেন, অবৈধ ভাবে মাটিকাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে বাঁশখালীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, এরই মধ্যে মাটি কাটা ও বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে বেশ কিছু স্ক্যাভেটর মালিক ও চালককে এবং অবৈধ মাটি ও বালু বহন করা, উত্তোলন ও কাটার দায়ে অনেক ট্রাক (ডেম্পার) ও স্ক্যাভেটরকে জরিমানা এবং চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে।পুঁইছড়ি এলাকায় রাতের আঁধারে যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
T.A.S / T.A.S
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক