ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

আলোচনা- সমালোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সাল


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:৯

নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে কেটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সাল।এবছর টি বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন ছিল সাফল্য তেমন ছিল বেশ কিছু বিতর্কিত ঘটনা । রয়েছে জুলাই গণ আন্দোলনের স্বর্ণোজ্জ্বল অধ্যায়।অধিকার রক্ষার লড়াই, প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের পাশাপাশি এই বছরটি নানা রকম গুরুত্বপূর্ণ ঘটনা ও অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। চলুন দেখে আসা যাক কেমন ছিলো খুবির ২০২৪ সাল। 

নানা সমালোচনার পর অবশেষে গুচ্ছ ছাড়ে খুবি 

গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০২৪-২৫ শিক্ষা বর্ষের জন্য স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ১৭, ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে খুবি প্রশাসন।বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 খুবির স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ায় থাকছে লিখিত ও সেকেন্ড টাইমের সুযোগ 

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে ২০২৪-২৫ সেশনে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষাও নেয়া হবে।এবং থাকবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ।

বাকি খাইয়ে নিঃস্ব খুবির কাদের ভাই

খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর রোডে ( হল রোড) দীর্ঘদিন ধরে চা ও জুসের ব্যবসা করছেন কাদের ভাই নামে পরিচিত আব্দুল কাদের খান (৩০)। অচিরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়ে ওঠে ‘কাদের জুস কর্নার’। কিন্তু শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তাঁর পাওনা প্রায় ২ লাখ টাকা। সেই পাওনা টাকা না পাওয়ায় তাঁর পক্ষে দোকানটি চালানো অসম্ভব হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়া প্রবাসী এক খুবিয়ান দম্পতির মৃত্যু 

অস্ট্রেলিয়া প্রবাসী খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
 
খুবির পানির পাম্প চুরি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নলকূপ রুমের তালা ভেঙ্গে পানির পাম্প চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ রুম থেকে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে ঐ চুরির ঘটনাটি ঘটে।

 শতাধিক ধানের জাত নিয়ে খুবি শিক্ষার্থীদের গবেষণা

শতাধিক ধানের জাত নিয়ে করা গবেষণা এই অঞ্চলে প্রথম।স্বতন্ত্র জলবায়ুতে স্থানীয় চাহিদার জন্য স্থানীয় বীজ সংরক্ষণ, ধান চাষের সবচেয়ে অভিযোজিত উপায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজের সহযোগিতায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কৃষকদের জন্য ১০০-এর অধিক ধানের জাত নিয়ে গবেষণা করেছেন তারা। 

সম্মানসূচক ডিনস অ্যাওয়ার্ড পেলেন খুবির ৭ শিক্ষার্থী 

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শিক্ষার্থীদের জন্য ফিস্টের আয়োজন

‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ ফিস্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর জন্য উন্নতমানের খাবারের আয়োজন করেছে । 

শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

শিক্ষার্থীদের মারধর এবং শিক্ষককে লাঞ্ছিত করার জেরে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কারণ এবং বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


৩৫ বছরে পদার্পণ করেছে খুবি

খুলনা বিশ্ববিদ্যালয় সোমবার ৩৫ বছরে পদার্পণ করছে। ১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর আগে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসংক্রান্ত সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়। প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসছে। 


প্রস্তাবিত ২০৩ একর জমি 

২০৩ একর জমি এবং বিশ্ববিদ্যালয়ের সামনে মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় অধিগ্রহণে দীর্ঘসূত্রতার প্রতিবাদে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬ নভেম্বর দুপুরে বিবশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই গনঅভ্যুত্থানের প্রদর্শণী

বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটি (কেইউপি়এস) কর্তৃক দুইদিন ব্যাপী ‍‍`জুলাই গনঅভ্যুত্থান - ২০২৪‍‍` শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ, তরুন শিক্ষার্থীদের অসীম সাহসিকতা, অদম্য নেতৃত্বসহ নানান দুঃসাহসিক এবং আন্দোলন চলাকালীন বিভিন্ন ঘটনা প্রবাহের আলোকচিত্র প্রদর্শন করেন।


পুরোনো জিনস দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করছেন শিক্ষার্থীরা

পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা তৈরি করছেন পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব ‘টোট ব্যাগ’। মূলত পরিবেশদূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।

৩৩ বছরের ইতিহাসে প্রথম শ্যামাপূজা উদযাপিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সনাতনী সাধারণ শিক্ষার্থীরাই এ পূজার উদ্যোগ গ্রহণ করেছেন। 

জশন-ই-খাজা উৎযাপন

আন্দোলন পরবর্তী খুবির বিভিন্ন হলের জমজমাট অনুষ্ঠান ও প্রীতিভোজ।এমনই একটি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলে শিক্ষার্থীদের আয়োজনে দু’দিনব্যাপী ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠান। কাওয়ালী সন্ধ্যায় কাসিদা ব্যান্ডের পরিবেশনা দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় ‘বে অব বেঙ্গল’, ‘ইন্ডালো’ এবং ‘ওয়ারফেজ’ এর মতো ব্যান্ডের সংগীত দিয়ে। তাদের পরিবেশনায় মেতে ওঠে গোটা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

দাবি উত্থাপন মঞ্চে’র আয়োজন

বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ‘দাবি উত্থাপন মঞ্চে’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২৭ অক্টোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এই আয়োজন । এ সময় শিক্ষার্থীরা মোট ৩৭টি দাবি উত্থাপন করেন।

খুবি উপাচার্য নিয়োগ 

নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রেজাউল করিম। ১৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোকছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা।


শহীদ মীর মুগ্ধ আন্ত-ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা 

শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহীদ মীর মুগ্ধ আন্ত-ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে বিজয়ী বাংলা ডিসিপ্লিনের ফুটবল দল। ৪ অক্টোবর বেলা সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।


মাটি ছাড়া ঘাস উৎপাদনে সফল খুবির গবেষকেরা

মাটি ছাড়া চাষাবাদের মাধ্যমে গৃহপালিত পশুর খাদ্যের চাহিদা পূরণে ঘাস উৎপাদন করতে সক্ষম হয়েছে অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের গবেষক দল। হাইড্রোপনিক পদ্ধতিতে উৎপাদিত ঘাসকে ‘হাইড্রোপনিক ফডার’ বলা হয়, যা সাধারণ ঘাসের চেয়ে বেশি পুষ্টিকর। 

পাবিপ্রবির উপাচার্য নিয়োগ পেয়েছেন খুবি শিক্ষক

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল পাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।


ফেনীতে ত্রাণ বিতরণ

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৯৩৫ বন্যার্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ। দলবেধে পদত্যাগের হিড়িক প্রশাসনিক কর্মকর্তাদের

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালকসহ প্রায় ৭০ জন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

উপাচার্যের পদত্যাগ ঠেকাতে শিক্ষার্থীরা

শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। সেখানে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের পদত্যাগ ঠেকাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে খুবি উপাচার্য মঙ্গলবার পদত্যাগ করেছেন।

মেইনগেটের নাম মুগ্ধ তোরণ রাখার সিদ্ধান্ত

প্রধান ফটকের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুবির আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা দেয়।

প্রান্তিক মানুষদের অধিকার নিয়ে খুবি শিক্ষার্থীর প্রদর্শনী

প্রান্তিক মানুষদের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে "আনসিন এক্সপোজার" নামে একটি একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী উজ্জল সাহা।

জুলাই আন্দোলনে শহীদ খুবির মুগ্ধ

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকা অবস্থায় রাজউক কমার্শিয়ালের সামনে থেকে ঠিক কপালে গুলি লেগে, ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোটাব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে ৪ জুলাই নগরীর জিরোপয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

অরাজকতা ঠেকাতে তৎপর শিক্ষার্থীরা

দেশের বর্তমান অরাজকতা এবং লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে কয়েকটি টিমে ভাগ হয়ে খুলনার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে তারা। শিক্ষার্থীরা মাইকিং করে, এলাকায় টহল দিয়ে সব ধর্মীয় স্থান এবং মালামাল রক্ষার্থে সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।

নবনির্মিত মেইন গেট ‘বিজয় তোরণ’ উদ্বোধন

নবনির্মিত মেইন গেট ‘বিজয় তোরণ’ ও গেট হাউজ উদ্বোধন করা হয়েছে। ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন ফিতা কেটে ও নামফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন।

৩৩ বছর পর প্রথম একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন

৩৩ বছরের পথচলায় প্রথমবার ৫ বছর (২০২৫-২০২৯) মেয়াদি নিজস্ব একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রণয়নকৃত এ মাস্টারপ্ল্যানে ১২টি লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা স্থগিত

দাবির মুখে ২৮ ম) টার্ম ফাইনালের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের দাবি জানান। তারই প্রেক্ষিতে পরীক্ষা স্থগিত এর সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মমেয়াদের তিন বছরেই প্রতিশ্রুতির শতভাগ পূরণ উপাচার্যের

১২তম উপাচার্য হিসেবে ২০২১ সালের ২৫ মে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ড. মাহমুদ হোসেন। দায়িত্বভার গ্রহণের দিন থেকেই উপাচার্যের মেধা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে দাপ্তরিক, প্রশাসনিক ও একাডেমিক কাজে আসে গতিশীলতা। 

চ্যারিটি ফান্ড কেইউর যাত্রা শুরু

ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ‘চ্যারিটি ফান্ড কেইউ’। ভবিষ্যতে গুরুতর রোগের চিকিৎসা, বিনাসুদে ঋণ এবং উপবৃত্তি এই তিনটি খাতে এই ফান্ড থেকে শিক্ষার্থীদের সহায়তা করা হবে। ১৭ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের কাছে ৫ লাখ ৬০ হাজার টাকা হস্তান্তরের মাধ্যমে ফান্ডটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

একই সালে অনার্স-মাস্টার্সের সার্টিফিকেট; ভোগান্তিতে ১৩ শিক্ষার্থী 

একই সালে অনার্স ও মাস্টার্স পাসের সার্টিফিকেট দেওয়ায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ১৩ শিক্ষার্থী। বিষয়টি তৎক্ষণাৎ ডিসিপ্লিন প্রধানকে জানালেও সমাধান পায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

চার বছর পর আবারও বৈশাখী মেলা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ বঙ্গের সব থেকে বড় মেলা ‘বৈশাখী উৎসব’ আয়োজিত হয়েছে। দিনব্যাপী এ মেলাতে দর্শনার্থীদের জন্য প্রধান আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের উদ্যোগে তৈরি ২৫টি স্টল। এসব স্টলে নানা রকমের খাবার, পিঠাপুলি, পোশাক, হস্তশিল্প, সাজ সরঞ্জাম, খেলনা, কাগজের তৈরি ঘর সাজানোর জিনিসপত্র, রঙ তুলির আঁকা নকশা, নানা রকমের পণ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসসহ শরবত, ঠান্ডা পানীয়, লাচ্ছি, কুলফির ব্যবস্থা ছিল।

টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয়বার খুবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয়বার স্থান পেয়েছে । গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে খুবি ১২০১-১৫০০তম এবং এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ৫০১-৬০০তম অবস্থানে রয়েছে।


বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী, বেঁচে গেলেন স্ত্রী

গণিত ডিসিপ্লিনের ১৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী অরিন্দম কুমার পাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং তার স্ত্রী একই ব্যাচের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষার্থী চৈতী পাল আহত হয়েছেন।


গাছ লাগানোর তহবিল সংগ্রহে, লেবুর শরবত বিতরণ

বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ক্যাম্পাসে ঘুরতে আসা মানুষদের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করছেন একদল শিক্ষার্থী। পাশেই রাখা আছে ডোনেশন বক্স। শরবতের বিনিময়ে কেউ স্বেচ্ছায় অর্থ দিতে চাইলে তা এই বক্সেই দিতে হবে। পরে বক্সে জমা এই অর্থ ব্যয় করা হবে ক্যাম্পাসে গাছ লাগানোর কাজে।

খুবিতে অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা

সারাদেশে মাঝারি থেকে তীব্র-তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে গাছপালায় ঘেরা ছায়া যুক্ত স্থানে এবং বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে প্রায় ১৫০০ চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুপেয় পানি, শুকনা খাবার, বিভিন্ন জুস, টয়লেট ব্যবহারের সুবিধা ছাড়াও হাতমুখ ধোঁয়ার ও ব্যবস্থা করা আছে।

বোস্টন গ্লোবাল সামিটে যাচ্ছে খুবি শিক্ষার্থীদের দল "ফরচুন ৫০১"

বিশ্বের বৃহত্তম সামাজিক উদ্যোক্তাদের প্রতিযোগিতা "হাল্ট প্রাইজ ২০২৪" আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল "ফরচুন ৫০১"।
এবছরের জুনে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক পর্যায় "বোস্টন গ্লোবাল সামিট।" দলটির সদস্যরা হলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী তাহরিম জামান (দলনেতা), হিজবুল্লাহ তামিম ও আফিয়া খাতুন মৌরি।  

পাখিদের বাসস্থানের জন্য ব্যতিক্রমধর্মী ব্যবস্থা

‘প্রকৃতির জন্য পাখি, গাছে গাছে মাটির হাঁড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ নভেম্বর ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে পাখিদের অবাধ বিচরণ, নিরাপদ আশ্রয় তৈরি ও তাদের বংশবৃদ্ধির জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানো হয়েছিল। এখন আমরা এর ফলাফল প্রত্যক্ষ করতে পারছি। খুব অল্প সময়ের মধ্যেই মাটির হাড়িগুলোতে পাখিদের আনাগোনায় ভোরে উঠেছে। এবং পাখি পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

নানান সমস্যায় জর্জরিত বঙ্গমাতা হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা 

ছাত্রীহল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নানা সমস্যায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। ক্যান্টিন সমস্যা, অনিরাপদ খাবার পানি, পরিচ্ছন্নতা কর্মীর সংকটসহ নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানান, চারটি আবাসিক হলে সেহরি ও ক্যান্টিনের ব্যবস্থা থাকলেও বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নেই ক্যান্টিনের ব্যবস্থা। ফলে রমজান মাসে শেষ রাতে সেহরিতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 

স্মার্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্ব পাচ্ছে গবেষণা

খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গবেষণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামাজিক সমস্যা নিয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চকে। এসব গবেষণার বিষয় হিসেবে বেছে নেওয়া হয়েছে এতদাঞ্চলের সম্ভাবনাময় ও সমস্যাভিত্তিক ক্ষেত্র। গবেষণাকর্মের অনেক ক্ষেত্রে ইতোমধ্যে সাফল্য অর্জিত হয়েছে এবং সুন্দরবনসহ এতদাঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর গবেষণার কয়েকটি ক্ষেত্রে গবেষকরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে। 

খুবিতে শিক্ষার্থীদের ‘গণইফতার’

দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাধারণ শিক্ষার্থীরা গণইফতার কর্মসূচি পালন করেছে। ১৪ই মার্চ তৃতীয় রমজানে খুবির সাধারণ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এই গণইফতার কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

২০ বছরে কটকা ট্র্যাজেডি

১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সাফারি পার্কে জবি শিক্ষার্থীর হামলার শিকার খুবি শিক্ষার্থীরা

পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুর চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কর্তৃক খুবির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও দুই শিক্ষককে লাঞ্ছিত এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজনের মাথায় গুরুতর আঘাতসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। ৮ মার্চ বিকেলে খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের সেশনাল ট্যুর চলাকালে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে এ হামলার ঘটনা ঘটে।

দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু

শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা, মেলার পাশাপাশি অনুষ্ঠিত হবে অন স্টপ ইন্টারভিউ এবং স্কিল ডেভেলপমেন্ট সেশন।
মেলায় চাকরি প্রার্থীরা নিয়োগকারীদের বুথে তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো বাছাই করে ‘ইন্টারভিউ’র জন্য প্রার্থীদের ডাকা হবে। সেখান থেকে সরাসরি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন তারা।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুবির ১২১ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১২১ জন শিক্ষক। সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা পেয়েছেন তাঁরা।

পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২ মার্চ সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত পরিবেশের ওপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। 

মারধর ও ছিনতাইয়ের মুখে খুবি শিক্ষার্থী

৩ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৮ ফেব্রুয়ারি সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে তারা। এ ঘটনায় পুলিশ ২ পরিবহন শ্রমিককে আটক করেছে। 


খুবিতে ‘বসন্ত বেণুরব’ উদযাপন

০১লা ফাল্গুন। দখিনা দুয়ার খুলে ফাগুনের হাওয়ায় কোকিল গাইছে গান ,ভ্রমোর করছে খেলা,দ্বারে কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত।ক্যাম্পাসে বইছে বসন্তের মৃদু মন্দ বাতাস। রং বেরঙের ফুলে নবরূপে সেজেছে প্রিয় আঙ্গিনা ।
এই মহেন্দ্রক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে পালিত হয়েছে এ উৎসব।

ডি-নথি বাস্তবায়ন 

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জানান, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডি-নথি বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয় অগ্রবর্তী স্থানে রয়েছে। এবার আইকিউএসি থেকে ডি-নথি সহায়িকা প্রকাশ হয়েছে, যা দেশের মধ্যে প্রথম। 

ফ্রি ওয়াইফাই জোন চালু করছে খুবি

শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, হাদি চত্বর ও মুক্তমঞ্চ এলাকায় ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে। 

সোশ্যাল লজিস্টিক চ্যালেঞ্জে বৈশ্বিক চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের দল ‘স্টর্ম ট্রুপার্স’

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল বিজনেস স্কুল নেটওয়ার্ক (জিবিএসএন) ও ডিএইচএল আয়োজিত ‘সোশ্যাল লজিস্টিক চ্যালেঞ্জ ২০২৩’ এ বৈশ্বিক চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম ‘স্টর্ম ট্রুপার্স’।

ন্যাচার বেইজড ফিউচার প্রতিযোগিতার গ্লোবাল ফাইনালে খুবি

নেদারল্যান্ডসের ‘ন্যাচার বেইজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘H2O Innovators’। দলটি আগামী জুন মাসে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চ এ অনুষ্ঠেয় গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৯ শিক্ষার্থী

জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি প্রতিনিধি দল। এ দলের সদস্যরা জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি (জেএসটি) এর আমন্ত্রণ ও অর্থায়নে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন।

খুবি ক্যাফেটেরিয়ায় খাবারের চড়া দামে শিক্ষার্থীদের অসন্তোষ

খাবারের দাম বাড়ানো হলেও সেই তুলনায় বাড়েনা খাবারের মান। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস সংলগ্ন বাইরের দোকানগুলোর তুলনায় বেশি দামে খাবার বিক্রি করা হলেও মান তাদের চেয়ে কম।

এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর