বারহাট্টায় শীতার্তদের মাঝে বিএনপি নেতা ড্যানী'র কম্বল বিতরণ
নেত্রকোনার বারহাট্টায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।
বারহাট্টা উপজেলা সদরের জেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে শুক্রবার সকাল ১১টায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজ জন্মভূমি ও নির্বাচনী এলাকা বারহাট্টায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পর এখন মুক্ত ভাবে কথা বলতে পারছি তাই আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। এই দীর্ঘ সময়ে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকারের জন্য কথা বলে মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। এর পর দীর্ঘ ১৬ বছর যাবৎ দলকে নেতৃত্ব দিয়ে আসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের সুফলেই জুলাই বিপ্লবের ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের এই ১৬ বছরের বলিষ্ঠ নেতৃত্ব ও দিক দির্দেশনা ছাত্র-যুবক মেহনতী মানুষকে ফ্যাসিষ্ট বিরোধী এই আন্দোলনের শক্তি যুগিয়েছে। এই আন্দোলনের ফলেই বাংলাদেশ থেকে ফ্যাসিষ্ট বিদায় হয়েছে, পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। কিন্তু ফ্যাসিষ্ট বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও দেশে ঘাপটি মেরে আছে। দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। এমন কোন নেতাকর্মী বাকী নেই যারা ফ্যাসিবাদী সরকার কর্তৃক অত্যাচারের শিকার হয় নাই। তারেক রহমানের দিক নির্দেশনা ও পরিকল্পনায় দীর্ঘ ১৮ বছরের জুলুম-অত্যাচারের অবসান হলো। এখন যদি যথা সময়ে ভোট নিয়ে ষড়যন্ত্র করা হয় তাবে, সে ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভী, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম