ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম আদালত থেকে ১হাজার ৯১১ মামলার নথি গায়েবে আদালত অঙ্গনে তোলপাড়


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ১:৬

আদালত থেকে এক হাজার ৯১১টি মামলার নথি (ডকেট) গায়েবের ঘটনায় তোলপাড় চলছে  আদালত অঙ্গনে । এই ঘটনা প্রকাশের পর রহস্য উন্মোচনে  সিনিয়র কর্মকর্তাদের নিয়ে  থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। গণমাধ্যম লোকজনও  ভীড় করছে আদালত অঙ্গনে।  দায়িত্ব অবহেলা না-কি পরিকল্পিত ষড়যন্ত্র এই প্রশ্ন  সবার মুখে। এসব নথি পাওয়া না গেলে বিচারিক কাজে বিগ্ন সৃষ্টি  হতে পারে এমন আশংকা সংশিষ্টদের,  এমনকি বিনা বিচারে  পার পেয়ে যেতে পারেন ওইসব মামলার  আসামীগন ।  

এদিকে নথিগুলোর খোঁজ না পাওয়ায় গতকাল রবিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর পিপি নথি গায়ের এর বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার বিষয়টি জানাজানি হলে আদালত অঙ্গনে তোলপাড় পড়ে যায়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া তাঁর জিডিতে উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় এক হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হলো।

তিনি গণমাধ্যমকে জানান, কে বা কারা এক হাজার ৯১১ মামলার সিডি নিয়ে গেল বুঝতে পারছেন না। গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো এতোদিন অফিসের বারান্দায় কেন রাখা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। নথিগুলো রাখার জন্য কক্ষ পাওয়া যাচ্ছে না। কক্ষ চাওয়া হয়েছিল। আমার কক্ষটি নথিতে পরিপূর্ণ ছিল। সেগুলো রাখার আর কোনো জায়গা পাচ্ছিলাম না।’ 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা এক হাজার ৯১১ মামলার নথি হারানোর ঘটনায় করা জিডির বিষয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে  জানা যাবে নথি গায়ের এর  মূল রহস্য। আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয়। এটির পাশেই মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাস কামরা। আশেপাশে অন্য বিচারকদের এজলাস।

এখানে সবসময় আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভিড থাকে। আইনানুসারে সন্ধ্যার পর থেকে আদালত ভবনে নিরাপত্তা জোরদার থাকার কথা থাকলেও তা করা হয় না। পিপির কার্যালয়ের সামনে আদালতের বারান্দা থেকে এক হাজার ৯১১ মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত আইনজীবীরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছেন তারা।

এ ঘটনায় আদালতপাড়ায় তোলপাড় চলছে বলেও জানান কেউ কেউ।  তীব্র সমালোচনাও হচ্ছে চেম্বারগুলোতে। জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিচারিক কাজে মামলার সিডি (ডকেট) খুবই গুরুত্বপূর্ণ। অভিযোগপত্রের সঙ্গে আদালতে সিডি জমা দিতে হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিডিতে মামলার ধারাবাহিক অগ্রগতির বিবরণ লিখে রাখেন। তদন্ত কর্মকর্তার পরিবর্তন হলে নতুন কর্মকর্তাও একই সিডিতে বিবরণ লেখেন। সে অনুযায়ী আদালতে সাক্ষ্য দেন। সিডি সংরক্ষিত থাকলে ৫-১০ বছর পরও সাক্ষ্য দিতে সুবিধা হয়। অন্যথায় মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থান থেকে মামলার নথি হারিয়ে যাওয়া ছোটখাটো কোনো ঘটনা নয়। এগুলো গায়েব করার পেছনে কে বা কারা জড়িত, বা কারো দায়িত্ব অবহেলা কিনা  তা খুজে বের করতে হবে। আসামিরা মামলা থেকে সুবিধা নেওয়ার জন্য এ কাজ করতে পারেন বলে তিনি মনে করেন। 

এমএসএম / এমএসএম

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বগুড়ায় ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি শিক্ষকদের প্রতিবাদ সভা

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুরের শীর্ষ ক্যাসিনো সম্রাট লিপু সাতক্ষীরায় আটক

চট্টগ্রামে এসডিআই-এর ত্রৈমাসিক জোনাল সমন্বয় সভা অনুষ্ঠিত

মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন