বালিয়াকান্দির জামালপুরে শ্রমিক দলের কর্মি সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধার পর জামালপুর ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জামালপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে শ্রমিক দলের জামালপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা তৌহিদ সরদারের সভাপতিত্বে কর্মিসম্মেলন হয়েছে। এসময় বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, বালিয়াকান্দি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন,সাধারণ সম্পাদক সোহেল মিয়া, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল মন্ডল,বালিয়াকান্দি ছাত্র দলের নেতা খোন্দকার শিবলু,জামালপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা রফিকসহ জামালপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।মীর মনিরুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘ ১৫ বছর হামলা মামলা শিকার হয়েছি তবুও জামালপুর বিএনপিকে সংঘটিত করে রেখেছি।আমাদের ভোটের অধিকার হনন করা হয়েছে।বিএনপি ২০১৮ সালে নির্বাচনে অংশ গ্রহন করলেও আমাদের ভোট দিতে দেয়নি দিনের ভোট রাতে হয়েছে।আমাদের এজেন্টদের জোর করে বের করে দিয়েছে।সামনের নির্বাচন দিনের ভোট দিনেই হবে রাতে আর হবে না। রাজবাড়ী ২ আসনে দল থেকে যাকে মনোনয়ন দেবে আমরা ঐক্য বদ্ধভাবে তার পক্ষে কাজ করবো।
এমএসএম / এমএসএম