বাঁশখালীতে শীতার্তদের মাঝে প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ
বাঁশখালীতে নিম্নআয়ের ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
১০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মুনছরিয়া বাজার, টাইম বাজার, শিকদারের দোকান, চাম্বলবাজার, শেখেরখীল রাস্তার মাথা, নাপোড়া বাজার, পুইছড়ি বাজার এবং প্রেমবাজারের বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এশীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো জসিম উদ্দিন জানান, কন কনে শীতের মধ্যে শীতার্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম