ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আ’লীগের দখলে ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকের কার্য্যালয়ে সংস্কার হয়নি


জামিল আহমেদ photo জামিল আহমেদ
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:৫৮

গ্রামীন ব্যাংকের আদলে আওয়ামী লীগের বিশেষ রাজনৈতিক বিবেচনায় ২০১৪ সালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মী সমর্থকদেরকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংক আগের আদলেই নিয়ম নীতি ও প্রথা পন্থায় পরিচালিত হচ্ছে। সকল স্টাফ আগেরই, তথা পুরাতন থাকায় তাদের ব্যাংকটি আড়ালে আবডালে থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন এর কর্মীদের আশ্রয়স্থল হয়ে আছে।

এর আগে লোক দেখানো দু একজনকে বদলি করা হলেও তারা আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন। এর মধ্যে অন্যতম কয়েকটি অফিসার ছাড়াও বিগত এমডি জামিনুর রহমানের একান্ত বিশ্বস্থ সহযোগি সাবেক যুবলীগ নেতা ব্যবসায়ি সিনিয়র অফিসার আব্দুর রহমান, অজুহাত নিয়ে পুনরায় ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্য্যালয়ে (কমপ্লেন) বিভাগে ফিরে এসেছেন এবং বহাল তবিয়তে এই সাবেক যুবলীগ নেতা ব্যাংকে থেকে বদলি বাণিজ্য ও ব্যবসা পরিচালনা করে আসছেন আর মূল ব্যবসা তো আছেই। 

জানা যায় পল্লী সঞ্চয় ব্যাংকের সকলেই সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান’এর সকল ফিরিস্তি সম্মন্ধে জানলেও কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। বিশেষ করে নিয়োগ পাওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন এর কর্মীরা নিয়মিত মাদক-সহ এখানে বদলি নিয়োগ পদন্নতি ও অন্যান্য খাত থেকে ব্যাপক লাভবান হচ্ছেন। ফলে সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান’এর সহযোগিতা করে চলেছে। 

ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস, এমডি, ডিএমডি, জিএম পর্যায় থেকে শুরু করে একদম তৃণমূল মাঠ কর্মী পর্যন্ত সিংহভাগ ব্যাপক ঘুষ বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মী সমর্থকদেরকে নিয়োগ দেওয়া হলেও। অজ্ঞাত কারণে এখন পর্যন্ত বর্তমান প্রশাসন একবারেই চুপ। 

দেশের সকল সরকারী স্বায়ত্তশাসিত ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের প্রক্রিয়া চললেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন এর কর্মীদের এই দুর্নীতিগ্রস্থ ব্যাংকটি একেবারেই সংস্কারহীন সুরক্ষিত। এখানে প্রতিনিয়ত লংকাকান্ড ঘটলেও তার কোনো ইতিবাচক বিচার উর্ধ¦তন কর্মকর্তাদের কাছ থেকে কেউ পাইনি। বরং কোনো কর্মকর্ত বা কর্মচারী তাদের কথার বাইরে গেলে তাকে যে কোনোভাবে ব্যাংক থেকে বরখাস্ত করা হত। এমন শত শত কর্মকর্তা কর্মচারীদের তারা বেকার করে রেখেছে।

আর এসমস্থ কাজের নাটের গুরু ছিলেন, সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান। বাদ দেয়ার মূল লিস্ট তৈরী করতেন আব্দুর রহমান। প্রথমে নিজের পছন্দের মানুষকে দিয়ে অডিট করাতেন। তার নির্ধারিতরা যেখানে অডিটে যেতেন, সেখানে আগে থেকেই খাবার দাবার, মদ মাদক ও সুন্দরী নারীর ব্যবস্থা থাকতো, ওই নারীকে নিয়ে সারারাত অডিটে যাওয়া অফিসাররা যৌন সঙ্গমে লিপ্ত হতেন।

এমন অনেক ভিডিও সকালের সময়ের হাতে আছে। অনেক সময় বাদ দেয়া মূল লিস্টের কর্মকর্তা কর্মচারীদের হত্যার ফাঁদপাতা হত, বলেও অভিযোগ আছে। সিনিয়র অফিসার আব্দুর রহমান নিয়ে অফিসের সকলেই বিব্রত। এদিকে সমস্থ সাতক্ষীরা ও এর পারিপার্শিক অঞ্চল নিজ হতে রেখে এখানকার বদলী বরখাস্ত নির্দিধায় করতেন এ বিষয়ে আব্দুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।  

জামিল আহমেদ / জামিল আহমেদ

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র