ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আ’লীগের দখলে ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকের কার্য্যালয়ে সংস্কার হয়নি


জামিল আহমেদ photo জামিল আহমেদ
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:৫৮

গ্রামীন ব্যাংকের আদলে আওয়ামী লীগের বিশেষ রাজনৈতিক বিবেচনায় ২০১৪ সালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মী সমর্থকদেরকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংক আগের আদলেই নিয়ম নীতি ও প্রথা পন্থায় পরিচালিত হচ্ছে। সকল স্টাফ আগেরই, তথা পুরাতন থাকায় তাদের ব্যাংকটি আড়ালে আবডালে থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন এর কর্মীদের আশ্রয়স্থল হয়ে আছে।

এর আগে লোক দেখানো দু একজনকে বদলি করা হলেও তারা আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছেন। এর মধ্যে অন্যতম কয়েকটি অফিসার ছাড়াও বিগত এমডি জামিনুর রহমানের একান্ত বিশ্বস্থ সহযোগি সাবেক যুবলীগ নেতা ব্যবসায়ি সিনিয়র অফিসার আব্দুর রহমান, অজুহাত নিয়ে পুনরায় ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্য্যালয়ে (কমপ্লেন) বিভাগে ফিরে এসেছেন এবং বহাল তবিয়তে এই সাবেক যুবলীগ নেতা ব্যাংকে থেকে বদলি বাণিজ্য ও ব্যবসা পরিচালনা করে আসছেন আর মূল ব্যবসা তো আছেই। 

জানা যায় পল্লী সঞ্চয় ব্যাংকের সকলেই সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান’এর সকল ফিরিস্তি সম্মন্ধে জানলেও কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। বিশেষ করে নিয়োগ পাওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন এর কর্মীরা নিয়মিত মাদক-সহ এখানে বদলি নিয়োগ পদন্নতি ও অন্যান্য খাত থেকে ব্যাপক লাভবান হচ্ছেন। ফলে সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান’এর সহযোগিতা করে চলেছে। 

ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস, এমডি, ডিএমডি, জিএম পর্যায় থেকে শুরু করে একদম তৃণমূল মাঠ কর্মী পর্যন্ত সিংহভাগ ব্যাপক ঘুষ বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মী সমর্থকদেরকে নিয়োগ দেওয়া হলেও। অজ্ঞাত কারণে এখন পর্যন্ত বর্তমান প্রশাসন একবারেই চুপ। 

দেশের সকল সরকারী স্বায়ত্তশাসিত ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের প্রক্রিয়া চললেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন এর কর্মীদের এই দুর্নীতিগ্রস্থ ব্যাংকটি একেবারেই সংস্কারহীন সুরক্ষিত। এখানে প্রতিনিয়ত লংকাকান্ড ঘটলেও তার কোনো ইতিবাচক বিচার উর্ধ¦তন কর্মকর্তাদের কাছ থেকে কেউ পাইনি। বরং কোনো কর্মকর্ত বা কর্মচারী তাদের কথার বাইরে গেলে তাকে যে কোনোভাবে ব্যাংক থেকে বরখাস্ত করা হত। এমন শত শত কর্মকর্তা কর্মচারীদের তারা বেকার করে রেখেছে।

আর এসমস্থ কাজের নাটের গুরু ছিলেন, সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান। বাদ দেয়ার মূল লিস্ট তৈরী করতেন আব্দুর রহমান। প্রথমে নিজের পছন্দের মানুষকে দিয়ে অডিট করাতেন। তার নির্ধারিতরা যেখানে অডিটে যেতেন, সেখানে আগে থেকেই খাবার দাবার, মদ মাদক ও সুন্দরী নারীর ব্যবস্থা থাকতো, ওই নারীকে নিয়ে সারারাত অডিটে যাওয়া অফিসাররা যৌন সঙ্গমে লিপ্ত হতেন।

এমন অনেক ভিডিও সকালের সময়ের হাতে আছে। অনেক সময় বাদ দেয়া মূল লিস্টের কর্মকর্তা কর্মচারীদের হত্যার ফাঁদপাতা হত, বলেও অভিযোগ আছে। সিনিয়র অফিসার আব্দুর রহমান নিয়ে অফিসের সকলেই বিব্রত। এদিকে সমস্থ সাতক্ষীরা ও এর পারিপার্শিক অঞ্চল নিজ হতে রেখে এখানকার বদলী বরখাস্ত নির্দিধায় করতেন এ বিষয়ে আব্দুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।  

জামিল আহমেদ / জামিল আহমেদ

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট বিরোধী মিছিল- ম্লোগান