ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিএনপি কর্মী পরিচয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পাশে জমজমাট চোরাই তেলের ব্যবসা


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ১৩-১-২০২৫ রাত ১০:১০

নিজেকে বিএনপি কর্মী দাবী করে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত চোরাই তেলের জমজমাট ব্যবসা পরিচালনা করে আসছে বিল্লাল ও রাকিব নামে দুই চোরাই তেল ব্যবসায়ী। রাজধানীর শেরেবাংলা থানার অন্তর্গত আগারগাঁও এলাকার কুমিল্লা বস্তি সংলগ্ন সরকারী জায়গা দখল করে দীর্ঘদিন থেকে অবৈধ উপায়ে অকটেন, পেট্রোলের মতো দাহ্য পদার্থ কেনা বেচার ব্যবসা পরিচালনা করছে রাকিব ও বিল্লাল।  

অনুসন্ধানে জানা যায়, আগারগাঁও এলাকায় অবস্থিত বিভিন্ন সরকারী অফিসের গাড়ীর ড্রাইভাররা বাড়তি ইনকামের আশায় দিনে ও রাতে নিজেদের সুবিধামত সময়ে এসে সরকারী গাড়ির জ্বালানী তেল কম দামে বিক্রি করে দেয় রাকিব-বিল্লালের গোপন আস্তানায়। দিন-রাত মিলিয়ে সরকারী গাড়ী থেকে সংগ্রহ করা বিপুল পরিমান অকটেন ও পেট্রোল। চোরাইভাবে ক্রয় করা এই জ্বালানী বিএনপি বাজারের পাশে বিল্লালের দোকানে বোতলে ভরে এবং বোতলসহ খুচরা পর্যায়ে বিক্রি করা হয় যা কিনা ভীষন বিপজ্জনক। আগারগাঁও এলাকায় অবস্থিত বেশ কয়েকটা  সরকারী অফিসের গাড়ী থেকে গোপনে তেল বিক্রি করা হয় এই দুই ব্যবসায়ীর কাছে। রাকিব-বিল্লালের চোরাই তেল কেনা-বেচার আস্তানার বিপরীত পাশে অবস্থিত নির্বাচন ভবনের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারী অফিস। দেশের বর্তমান বাস্তবতায় এমন সব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় কীভাবে দিনের পর দিন প্রকাশ্যে অকটেন-পেট্রোলের মতো দাহ্য পর্দাথ চোরাই হিসেবে কেনা বেচা হচ্ছে সেটার উত্তর জানাটা এখন সময়ের দাবী।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারী-বেসরকারী অফিস, শপিংমলসহ বিভিন্ন  গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তা নাশকতা বলেও প্রমানিত হয়েছে। এমন বাস্তবতায় রাজধানীর আগারগাঁও এলাকায় এতগুলো সরকারী অফিস সংলগ্ন জায়গায় প্রকাশ্যে অকটেন-পেট্রোলের মতো দাহ্য পদার্থের খুচরা কেনা বেচা চলছে যা খুবই বিপজ্জনক। দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতায় বিরোধীপক্ষ কিংবা নাশকতার চেষ্টাকারীরা বিভিন্ন কায়দায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।সেই বাস্তবতা বিবেচনায় অবিলম্বে অত্র এলাকার অফিস এবং স্থাপনার নিরাপত্তা বিবেচনায় অনুমতিহীন এই ব্যবসা বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

রাকিব-বিল্লালের তেল কেনাবেচার আস্তানার পাশেই রয়েছে ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড বিএনপির একটি ইউনিট অফিস। বিএনপি অফিসের পাশে চলমান অকটেন-পেট্রোলের অবৈধ ব্যবসা এবং করনীয় সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতারা জানান, কোন অনিয়ম কিংবা অনৈতিক কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করে না। 

প্রশাসন এবং লোকচক্ষু ফাঁকি দিয়ে খোলা বাজারে খুচরা পর্যায়ে অবাধে জ্বালানী তেল বিক্রির ব্যবসা প্রসঙ্গে জানতে চাইলে অনেকটা মারমুখী আচরণ করেন বিল্লাল হোসেন। পাশে থাকা ইট হাতে নিয়ে মাথা ফাটিয়ে দিতে চান বিল্লাল। বেশ কয়েকদিন আগে ঘটে যাওয়া ঐ ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সংবাদকর্মী মো: হোসেন। এই বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে তার ব্যবসার কিছুই হবে না বলেও দাম্ভিক আচরণ করেন তিনি। নিজেকে একজন বিএনপি কর্মী দাবী করে জানান, সবকিছু ম্যানেজ করেই চোরাই তেলের ব্যবসা করছেন তিনি। কাদেরকে ম্যানেজ করে ব্যবসা করছেন জানতে চাইলে বেশ রেগে যান এবং প্রাণনাশেরও হুমকি দেন চোরাই তেল ব্যবসার অন্যতম সিন্ডিকেট বিল্লাল হোসেন। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির বিষয়ে রাজধানীর শেরেবাংলা থানায় জানানো হয়েছে। 

উল্লেখ্য, রাজধানীর আগারগাঁও এলাকাসহ বিভিন্ন জায়গায় দিনের পর দিন চোরাই তেল কেনাবেচা এবং খোলা বাজারে খুচরা পর্যায়ে বোতলে ভরে অকটেনের মতো দাহ্য পদার্থ বিক্রি যেন স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে। আইনগত ব্যবস্থা না নেয়ায় এই প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে খোঁজ নিতে গেলে বেশির ভাগ ক্ষেত্রেই চরম অসহযোগীতা করা হয় এবং কখনো কখনো তাদের উপর চাঁদাবাজির তকমাও লাগিয়ে দেয় চোরাই তেল ব্যবসায়ীরা। দেশের বর্তমান বাস্তবতা এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে খোলা বাজারে খুচরা পর্যায়ে পানির বোতলে করে জ্বালানি তেল বিক্রি এবং চোরাই ভাবে সরকারী অফিসসমূহ থেকে অকটেন-পেট্রোল সংগ্রহ করার অবৈধ ব্যবসা বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স