বারহাট্টায় ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন
'জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। মেলায় উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। প্রদর্শিত বিভিন্ন স্টল প্রদর্শন করেন মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শর্মীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক সামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম