ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়া দ্বীপে নতুন বনায়নের উদ্যোগ: পরিবেশ রক্ষায় যুগান্তকারী পরিকল্পনা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৩:৩০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুতুবদিয়া দ্বীপে নতুন করে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার এ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণ, পরিবেশবিদ এবং সরকারের সমন্বয়ে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, “দ্বীপটিকে সবুজায়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে। এ প্রকল্প দীর্ঘমেয়াদে দ্বীপবাসীর জন্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।”

সম্মেলনে বাপা কুতুবদিয়া উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকারের নতুন বনায়ন পরিকল্পনা এবং পিলটকাটা খাল পুনঃখননের বিষয়ে প্রশ্ন তুললে পরিবেশ উপদেষ্টা জানান, বনায়নের পাশাপাশি দ্বীপের পরিবেশ সুরক্ষায় অন্যান্য পদক্ষেপও নেওয়া হবে।

বাপা কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, “কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। এখানে বনায়ন এবং উপকূলীয় সবুজব্যষ্টনী তৈরি করা জরুরি। এটি শুধু দ্বীপের সুরক্ষাই নিশ্চিত করবে না, বরং প্রতি বছর বেড়িবাঁধ নির্মাণে যে অর্থ অপচয় হয়, তা কমিয়ে আনবে।”

বাপা কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রতিনিয়ত সমুদ্রের লোনা পানির ঢেউ বেড়িবাঁধ ভেঙে দ্বীপবাসীর জীবনে চরম দুর্দশা ডেকে আনে। বাড়িঘর হারিয়ে তারা বারবার বাস্তুচ্যুত হন। দ্বীপের চারপাশে দ্রুত বনায়ন কার্যক্রম শুরু করার দাবিও জানিয়েছেন তিনি।

পরিকল্পিত এই বনায়ন প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কুতুবদিয়া দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি এটি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উদাহরণ হয়ে উঠতে পারে।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি