ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের প্রধান্য

দুর্নীতিতেবাজ সিনিয়র অফিসার যুবলীগের আব্দুর রহমান গ্রেফতার হয়নি  


জামিল আহমেদ photo জামিল আহমেদ
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ১০:৫৪

পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের কথিত সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান’ এর কিছু অপকর্ম ফিরিস্তি জাতীয় দৈনিক পত্রিকা ও দেশের অন্যান্য অনলাইন পত্রিকায় প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের অনেক স্টাফ আশ্বস্ত হয়েছেন এবং শাস্তির দাবি করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। পল্লী সঞ্চয় ব্যাংকের অনেক স্টাফদের দাবি এই প্রতিষ্ঠানটি শেখ হাসিনার নয় ফলে এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মী সমর্থকদের হিংস্র কর্তৃত্ব কেন বজায় থাকবে। এখানে সংস্কার নয় কেন ?

প্রসঙ্গত এই ব্যংকের সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ে বসেন এই প্রধান কার্যালয়ে যা কিছু ঘটছে এর সকল খবরা খবর সাবেক এমডি জামিনুরের সিন্ডিকেটকে অবহিত করছে এবং এখানে তাদের পক্ষের লোকদের দিক নির্দেশনা দিচ্ছেন। ভুলে গেলে চলবে না, তারই নেতৃত্বে এক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মীরা কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য ও দুর্নীতি বিরোধী আন্দোলনকে চিরতরে দমন করার জন্য ঠিক ১৫ই আগস্টে ঢাকা ইস্কাটন রোডের প্রধান কার্যালয়র সামনে ব্যাপক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা ও নাশকতা চালায়।

একইভাবে ৫ই আগস্টের ছাত্র-জনতার সফল বিপ্লবকে নস্যাত করার উদ্যেশ্যে বিগত ১৫ই আগস্ট, সারাদেশে আওয়ামী লীগের ব্যাপক নাশকতা, তান্ডব, অরাজকতার মাধ্যমে প্রতিবিপ্লব ঘটানোর সমর্থনে আওয়ামী মদদপুষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ জামিনুর রহমান সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমানকে বেশ কিছু টাকা দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগদের পল্লী সঞ্চয় ব্যাংকে পাহারা দিতে বলেন। এসময় আব্দুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের সকল স্টাফদের বিভিন্ন ধরনের হুমকী ধমকী দিয়ে সন্ত্রস্ত করে রাখেন যদিও এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগদের মধ্য থেকে আসা কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাই বেশী ছিল।

তার পরও ওদের অপকর্মের বিরুদ্ধে যারা ছিল তাদের হত্যার হুমকী পর্যন্ত দেয়া হচ্ছিল। এদিকে সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান বার বার তার কর্মকর্তা কর্মচারীদের বলছিলেন নিচে কিন্তু হেলমেট বাহিনী আছে। খবর দেয়ার সাথে সাথে তোমাদের খবর হয়ে যাবে। একই সুযোগে তাদের সিন্ডিকেটের সকল অপকর্মের বিরুদ্ধে গড়ে ওঠা পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য ও দুর্নীতি বিরোধী আন্দোলনকে চিরতরে দমন করার জন্য ১৫ই আগস্টে বহিরাগতদের দিয়ে ঢাকা, ইস্কাটন প্রধান কার্যালয়র সামনে ব্যাপক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা ও নাশকতা চালান।

১৫ই আগস্ট, এমডি ও তার ২ (দুই) সহযোগীর নির্দেশে সেদিন সারা দেশ থেকে আওয়ামী কোটার বিশেষ সুবিধায় ব্যাংকে নিয়োগ প্রাপ্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর কর্মী সমর্থক, নড়াইল ও সাতক্ষীরা থেকে ভাড়াটিয়া গুন্ডা, হোন্ডা হেলমেট বাহিনী, বহিরাগতসহ প্রায় ৪ শতাধিক লোক ঢাকায় অনুপ্রবেশ করে। শেখ মোঃ জামিনুর রহমান (চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত) ও আল্লামা মোহাম্মদ ইয়াহ্ইয়া তানহার (সিস্টেম এনালিস্ট) এর নির্দেশে এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রধান কার্যালয়ে শান্তিপূর্ণ মানববন্ধনকারী ব্যাংকের নিরীহ নিরস্ত্র সাধারন কর্মচারী- কর্মকর্তাদের উপরে লাঠিসোটা, ক্রিকেট স্ট্যাম্প, হকিস্টিক, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হায়েনার মতো ঝাপিয়ে পড়ে।

সন্ত্রাসী হামলায় বহু আন্দোলনকারী উক্ত নাশকতাকারীদের দ্বারা মারাত্বক জখম, রক্তাক্ত ও গুরুতর আহত হয়। বর্বরোচিত এই হামলার ছবি ও ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সোশাল মিডিয়া সহ অন্যান্য প্রচার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়েছে। ফেইসবুক লাইভ, ছবি, ভিডিও-সহ সিসি টিভির ক্যামেরার ফুটেজ তদন্ত করলেই দেখা যাবে এরা সবাই বহিরাগত এবং ১৫ই আগস্ট, ২০২৪ তারিখে এরা কেউই প্রধান কার্যালয়ের কর্মী ছিলেন না।
এইসব ঘটনা পল্লী সঞ্চয় ব্যাংকের সকলেই জানলেও সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান বহাল তবিয়তে ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকেই অবস্থান করছেন যদিও তার নেতা সাবেক এমডি জামিনুর রহমান পালিয়েছেন।

বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের জোর দাবি দ্রুত সাবেক এমডি জামিনুর রহমানের বিরুদ্ধে মামলা করা হোক ও একই সাথে সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমানকে দ্রুত বরখাস্ত-সহ আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক। এই সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের অনেক দুর্নীতির সাথে জড়িত। কুষ্টিয়ায় তার বিরুদ্ধে যৌন নিপীড়নেরও অভিযোগ আছে। নারী মাঠ সহকারী ও নারী সিনিয়র অফিসারকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে নিয়মিত ভোগ করতো যা কুষ্টিয়ার স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল।

এরপর সেখান থেকে সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমানকে যশোরের মণিরামপুরে বদলী করা হয়। আরো বড় শাস্তির কথা থাকলেও তার সিনিয়র অফিসারেদের টাকা দিয়ে যশোরের মণিরামপুরে বদলী করায়। যশোরের মণিরামপুরে বদলী হয়ে এসে সেখানকার সদস্যদের প্রায় ২৪ লাখ টাকা আত্মসাত করে, পরে তাকে সাতক্ষীরা বদলী করা হয় বলে বিভিন্ন অভিযোগে জানা যায়। তার মত একজন দুর্নীতিবাজ যুবলীগ নেতাকে কিভাবে ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকে রাখা হয়েছে এটি কাররই বোধগম্য নয়। তাহলে বর্তমানে ঢাকার পল্লী সঞ্চয় ব্যাংকে কনো নতুন গডফাদার জুটিয়েছেন ? দুর্নীতিবাজ সিনিয়র অফিসার সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান।

কর্তৃপক্ষের উচিত তাকে দ্রুত আইনের আওতায় এনে তার সকল অপকর্মের ফিরিস্তি আইনশৃংখলা নিয়ন্ত্রনকারীদের মাধ্যমে তদন্ত করে করে ব্যবস্থা গ্রহণ করতে করা। এবং নতুন গডফাদারকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া। নইলে পল্লী সঞ্চয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যহত হবে।
 

জামিল আহমেদ / জামিল আহমেদ

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র