ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নবীনগরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ৩:১৪

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলায় আশা নামে ৩ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আশা উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের আশ্রাফ মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে ঠান্ডা জনিত সমস্যায় ভুগছিলো শিশু আশা। পরে মঙ্গলবার বিকেল ৩ টায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবার। ডিউটিরত ডাক্তার রোগীকে দ্বিতীয় তলায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে সেখানে নিয়ে যেতে বলেন কিন্তু সেখানে গিয়েও ডাক্তারকে পাওয়া যায়নি। পরে দ্বিতীয় তলা থেকে আবার কোয়ার্টারে নিয়ে যেতে বলেন, সেখানে অন্যান্য রুগী দেখছিলেন কর্তব্যরত ডাক্তার। ৫ মিনিট অপেক্ষার পর পরিবারের লোকজনের রিকুয়েষ্টে  শিশু রোগীকে দেখে পূনরায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অক্সিজেন দেওয়ার কথা জানান।পরে জরুরি বিভাগের চিকিৎসকের দায়িত্ব পালন করা চিকিৎসক সামিহা সুলতানার কাছে নিলে তিনি পরীক্ষা করে শিশুকে মৃত ঘোষনা করেন। প্রায় ১ ঘন্টা শিশুটিকে নিয়ে হাসপাতালে ঘুরাঘুরি করে কোনো সেবা পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু আশার মৃত্যু হয়েছে দাবি করেন তার পরিবার।

নিহত শিশুর মামা আমজাদ হোসেন বলেন, বাচ্চাটি সুস্থ্য ছিল। হাসাপাতালে নিয়ে প্রথমে জরুরি বিভাগে যায়,ঐ খানে ডাক্তার না থাকায় দ্বিতীয় তলায় যেতে বলে। দ্বিতীয় তলায় গেলে নিচ তলায় পাঠায়, নিচতলা থেকে পুকুর পাড় কোয়ার্টারে পাঠায়। প্রায় ১ ঘন্টা পর কর্তব্যরত ডাক্তার শিশু টিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের অবহেলায় শিশু টি মারা গেছে। 

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, দ্বিতীয় তলায় যাওয়ার কথা আমি বলিনি হয়তো আমার আশেপাশে থাকা অন্য কেউ বলে থাকতে পারে।

এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের দায়িত্ব পালন করছিলেন চিকিৎসক সামিহা সুলতানা। তিনি জানান,  ৩টা ৪৫ মিনিটে বাচ্চা টিকে আমার কাছে নিয়ে আসে, আমি যখন বাচ্চাটিকে দেখি তখন হার্ড সাউন্ড পাইনি, চোখের আলো দিয়ে কোনো রিএকশন পাইনি, স্বাস নিচ্ছিলো না, তখন কনফার্ম হওয়ার জন্য ইসিজি পরিক্ষা করতে বলি। ইসিজি পরিক্ষায় শিশুটি বেচে আছে এমন কিছু দেখিনি। তার পর শিশুটি মৃত বলে ঘোষণা করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশলয় সাহা জানান, নবীনগর থানায় শিশুর পরিবারের লোকজন অভিযোগ করতে গেলে থানা থেকে ওসি স্যার বিষয় টি আমাকে অবগত করেন৷ পরে দুই পক্ষকে আমার অফিসে নিয়ে বসলে জানতে পারি রোগীর পরিবারের লোকজন জরুরি বিভাগের ডাক্তারকে বুঝিয়ে বলতে পারেনি। তারা শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইতে চেয়েছিল, তাই সফিক উনাকে দ্বিতীয় তলায় পাঠায়৷ কিছুক্ষণ পরে ডাঃ সামিহার কাছে গেলে উনি পরীক্ষা করে শিশুটি মৃত ঘোষণা করেন৷ তবে এ বিষয়ে তদন্ত করবো যদি হাসপাতালের ডাক্তারদের অবহেলায় শিশু টি মারা যায় তাহলে উর্ধবতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন