বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় কুমিল্লায় টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে নানা ধর্মীয় আয়োজন চলছে। কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ, পশু সদকা ও বিশেষ দোয়া-মাহফিল আয়োজন করা হচ্ছে প্রতিদিন। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে শুরুতেই কুরআন তেলাওয়াত ও খতম সম্পন্ন হয়। এরপর বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দোয়া মাহফিলে অংশ নেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি ও মাহাবুবুর রহমান দুলাল। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুবদল নেতা মশিউর রহমান সজিবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং কৃষকদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করে যাচ্ছেন। এটি জননেতা ইয়াছিনের মানবিকতা, দলীয় দায়িত্ববোধ এবং নেত্রীর প্রতি গভীর ভালোবাসারই প্রতিফলন।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা আজ শুধু একটি দলের নয়, সমগ্র দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের কামনা। তাঁরা দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও অনুরোধ জানান।
আয়োজকরাও জানান, নেত্রীর সুস্থতা না আসা পর্যন্ত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Aminur / Aminur
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়
উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ
কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা
বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন
ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ