ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৬-১-২০২৬ দুপুর ৪:২২

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠেছে। অনলাইন ডিভাইস ইমু ব্যবহার করে বিভিন্নজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা গেছে। সচিব রবীন্দ্র চাকমার অফিসের পিয়ন নূর মোহাম্মদ বাদশা ও তার ছেলের যোগসাজসে এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই বিষয় জানাজানি হলে একজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সচিব রবীন্দ্র চাকমা। 
জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জুনিয়র হিসাব রক্ষক, সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, মার্কেট সুপারিনটেনডেন্ট, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেইনটেন্যান্স ইন্সপেক্টর, সহকারী ক্যাশিয়ার, ইমারত পরিদর্শক ও সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষা ১৭ জানুয়ারী সকাল ১০ টা হতে সাড়ে ১১টা পর্যন্ত গভ. মুসলিম হাই স্কুল, কলেজিয়েট স্কুল ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিডিএ কর্তৃপক্ষ। বাছাইয়ে উত্তীর্ণ সংশ্লিষ্ট প্রার্থীদের অনুকূলে ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। এই নিয়োগের সূত্র ধরে পরীক্ষার প্রশ্নফাঁসের কাজে নামে সিডিএর সচিবের পিয়ন নুর মোহাম্মদ বাদশা। সে তার ছেলের মাধ্যমে বিভিন্নজনের সাথে যোগাযোগ করতে থাকেন। কিছু লোকের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি রায়হান নামের এক লোক প্রশ্ন বিক্রির টাকা আনতে নগরের মেহেদীবাগ এলাকায় গেলে স্থানীয়দের তোপের মুখে পড়ে সে। সেখানে বাদশাপুত্রের কথা স্বীকার করে। 
এই ঘটনাকে ধামাচাপা দিতে নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক সম্পূর্ণ স্বচ্ছতার সহিত সম্পন্ন করা হবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে সচিব রবীন্দ্র চাকমা। বিজ্ঞপ্তিতে আরো বলেছেন, সংশ্লিষ্ট প্রার্থীগণকে সকল ধরনের অসাধু বা প্রতারণামূলক কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। কোন ধরনের অবৈধ তদবির বা অসাধু কর্ম তৎপরতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার কোন সুযোগ নেই।
সিডিএ এর একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবের পিয়ন নূর মোহাম্মদ বাদশা প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা। সে কর্মচারী হওয়ায় খুব সহজেই ডকুমেন্টস হাতে পেয়েছে আর এই সুযোগে অনৈতিক ফায়দা নিতে নিজে না করে ছেলেকে দিয়ে করিয়েছে।
সিডিএ’র অপর একটি সূত্র জানায় নূর মোহাম্মদ বাদশা সচিবের খুব বিশ্বস্ত ও কাছের মানুষ, সচিবের যাবতীয় গোপনীয় কাজ সে করে থাকে। 
এবিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমা বলেন, আমার ইমু হ্যাক করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করার বিষয়টি আমার নলেজে এসেছে। পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার কথাও বলা হয়েছে বলে জানতে পেরেছি। তবে কোন প্রশ্ন ফাঁস হয়নি। এই ঘটনায় একজনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তার নাম বলতে না পারলেও সে তারই অফিসের পিয়ন নুর মোহাম্মদ বাদশার ছেলে বলে স্বীকার করেছেন। 
অপর একটি সূত্র জানায় সহকারী প্রকৌশলী, সহকারী স্থপতি, সহকারী প্রোগ্রামার, স্টাফ অফিসার, জনসংযোগ কর্মকর্তা, জিআইএস অপারেটর পদে এর আগে ৯ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল তরিঘড়ি কওে ৪ দিনের মধ্যে প্রকাশ করা হয়েছে। আবার ইকোনমিক এনালিস্ট পদে কোন যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই ফলাফলে সূত্র দাবি করছে আদায়কৃত অর্থ হজম করতে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ নির্বাচনের আগে নিয়োগ কার্যক্রম সমাপ্ত করতে চায় সিডিএ।
এবিষয়ে জানতে এবিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমার পিয়ন নূর মোহাম্মদ রানার মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।
এই বিষয়ে জানতে সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাবের মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
সিডিএর অপর একটি সূত্র জানায়, এই নিয়োগ নিয়ে এর আগেও বাণিজ্যের অভিযোগ ওঠেছে। আদালতে মামলা চলমান বিষয়ে কোন হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত ছিল বোর্ড সভার। কিন্তু নিয়োগের বিষয়ে আদালতে মামলা থাকলে তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। সম্প্রতি একজন শ্রমিক নেতার আবেদনের প্রেক্ষিতে নিয়োগের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছিল। সেই আদেশের ১ মাস অতিক্রান্ত হলেও তদন্তকাজে হাত না দিয়ে নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে। 
এই বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রশাসন) নুরুল্লাহ নূরী বলেছিলেন, সব নিয়ম কানুন মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাবে। কিন্তু সেই কথা এখনো বাস্তবে রূপ পায়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। সম্প্রতি সেই বাদশাকে এবার সদস্য প্রশাসনের দপ্তরে পদায়ন করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

এমএসএম / এমএসএম

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট