কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান শুকানোর কাজে ব্যবহৃত শতাধিক চাতালে অবৈধভাবে জ্বালানি হিসেবে ‘ঝুট’ পোড়ানোর অভিযোগ উঠেছে। এতে চাতাল সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। পরিবেশ দূষণের পাশাপাশি এতে স্থানীয় মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, উৎপাদন খরচ কমানোর জন্য কিছু চাতাল মালিক কাঠ বা অনুমোদিত জ্বালানির পরিবর্তে ঝুট ব্যবহার করছেন। ঝুট পোড়ানোর ফলে কার্বন ডাই-অক্সাইডসহ নানা বিষাক্ত গ্যাস ও ক্ষতিকর কণা বাতাসে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিন বিকেল হলেই ঝুট ব্যবহার করে ধান সিদ্ধ করার কাজ শুরু হয়। তখন দীর্ঘ সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে থাকে।
শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথা ও কাশিসহ নানা সমস্যায় ভুগছেন। অনেক সময় বসতঘরের ভেতরেও ধোঁয়া ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
চান্দাইকোনা গ্রামের বাসিন্দা সোহাগ সরকার বলেন, ‘ঝুট পোড়ানোর ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শিশুদের অসুস্থতা দিন দিন বাড়ছে। বারবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর কোনো প্রতিকার পাইনি।’
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, ‘চাতালে ঝুট ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাতাল বন্ধ করে দেওয়া হবে।’
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, ‘ঝুট পোড়ানোর ফলে মারাত্মক বিষাক্ত গ্যাস ও সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়ে, যা মানুষের ফুসফুস, চোখ ও ত্বকের গুরুতর ক্ষতি করে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ঝুট পোড়ানো শাস্তিযোগ্য অপরাধ।’
তিনি আরও জানান, অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও চাতাল বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, রায়গঞ্জ উপজেলায় শতাধিক চাতালে একইভাবে ঝুট ব্যবহার করা হচ্ছে। দ্রুত কার্যকর অভিযান ও স্থায়ী সমাধান না হলে পরিবেশ ও জনস্বাস্থ্য ভয়াবহ সংকটের মুখে পড়বে বলে তারা আশঙ্কা করছেন।
এমএসএম / এমএসএম
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ