গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ গোপালগঞ্জে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।
তিনি বলেন, গোপালগঞ্জে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। প্রার্থিতা যাচাই-বাছাই প্রক্রিয়ায় ইতোমধ্যেই সেই নিরপেক্ষতার প্রতিফলন দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যের পর মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা রিটার্নিং অফিসার আরও বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটের মাধ্যমে নিজ নিজ মতামত প্রকাশ করতে পারেন—সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের মেজর জুভিন ওয়াহিদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।
গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ ভোটার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে এর আগে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন—২১৫ গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন), ২১৬ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন) এবং ২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা)–এ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ