ঢাকা সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৭-১২-২০২৫ রাত ৮:৩০

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া, ভাসানচর–সহ সকল জেগে ওঠা চরের ওপর সন্দ্বীপবাসীর অধিকার নিশ্চিত করা এবং জলবায়ু বাস্তুচ্যুত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৬ ডিসেম্বর বিকালে রহমতপুর বেড়িবাঁধ এলাকায় সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশীপে পরিচালিত সিসিআর প্রজেক্টের সহযোগিতায় ও স্থানীয় সিএসও সংগঠনের উদ্যোগে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জেলে, কৃষক, গৃহহীন পরিবার, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রায় দুই শতাধীক মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে অংশগ্রহণকারীরা তুলে ধরেন মৌলিক দাবি ও মানবিক সংকটের চিত্র।
সভায় সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ফসিউল আলম। সভা সঞ্চালনা করেন সিসিআর প্রজেক্ট এসডিআই এর কমিউনিটি মোবিলাইজার বাদল রায স্বাধীন।
মানববন্ধনে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন বাকের। অতিথি হিসাবে বক্তব্য রাখেন - রহমতপুর ইউপি মেম্বার জামসেদ, রহমতপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি মেম্বার মোঃ মামুন,সিনিয়র সাংবাদিক ইলিয়াস কামাল বাবু,সুফিয়ান মানিক,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার সভাপতি ইলিয়াস সুমন,রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিএসও গ্রুপের সাধারন সম্পাদক রাহেনা বেগম। রহমতপুর সিএসও গ্রুপের সভাপতি আক্তারা বেগম ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি সহ -স্মার্ট প্রজেক্ট এসডিআই  এর প্রকল্প ব্যবস্থাপক মাহবুব আলম।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, সন্দ্বীপের ভূমি দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রশাসনিক জটিলতার কারণে সংকুচিত। জেগে ওঠা নতুন চরগুলো—বিশেষ করে ভাসানচর—সন্দ্বীপের ভিটে–ঘর, যেখানে হাজারো মানুষের বাপ–দাদার শিকড় রয়েছে। কিন্তু এসব ভূমির দখল অন্য জেলার নামে চলে যাওয়ায় স্থানীয় মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বক্তারা অভিযোগ করেন, “আমার ভিটা, আমার ঘর—তোরা বলিস ভাসান চর!” এই স্লোগান আজ সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের বেদনার প্রতিধ্বনি। মানুষের দাবি—ছিনিয়ে নেওয়া ভূমি ফেরত দিয়ে তাদের বাঁচার পথ তৈরি করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ দাবিতে তাঁরা বলেন—“সন্দ্বীপ ও নোয়াখালীর সীমানা বিরোধ দ্রুত নিষ্পত্তি করুন, করতে হবে।” বক্তারা জানান, সীমানা নির্ধারণের অনিশ্চয়তা দুই জেলার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও প্রশাসনিক জটিলতা বাড়িয়ে দিচ্ছে।
মানববন্ধনের আরেকটি জোরালো বক্তব্য ছিল—“উন্নয়ন প্রকল্প শুরুর আগে–বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করুন।” অংশগ্রহণকারীরা বলেন, বেড়িবাঁধ সংস্কার, সড়ক নির্মাণ, বা অন্যান্য উন্নয়ন কার্যক্রমের আগে পুনর্বাসন নিশ্চিত না করায় বহু পরিবার বছরের পর বছর চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।
জলবায়ু উদ্বাস্তু মানুষদের স্থায়ী আশ্রয়ের দাবিও মানববন্ধনে ছিল অত্যন্ত তীব্র। স্লোগানে উঠে আসে—“জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প চাই—এখনই চাই!” বক্তারা জানান, সন্দ্বীপে এখনো হাজার হাজার মানুষ গৃহহীন, খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। জেগে ওঠা চরের ভূমি ভূমিহীনদের অধিকার হিসেবে নিশ্চিত করে এবং খাস জমি গুলো চিহ্নিত করে সেখানে নতুন  আশ্রয়ন প্রকল্প করার জোর দাবি জানান তাঁরা।
এ ছাড়া ফেস্টুনে অংশগ্রহণকারীরা আরও যে দাবিগুলো তুলে ধরেন সেগুলো হলো-ভূমিহীনদের অধিকার—খাসজমি তাদেরই প্রাপ্য,গুচ্ছ গ্রাম নির্মাণ করুন—বাস্তুচ্যুত মানুষের জীবন বাঁচান,আশ্রয়ন প্রকল্প বৃদ্ধি করুন—মানবিক রাষ্ট্র গড়ুন,“ভূমিহীন মানুষ কাঁদে—চর দিতে হবে তাদের হাতে,“চর আছে, মানুষ গৃহহীন—এ কেমন সিদ্ধান্তহীন!”
বক্তারা আরও বলেন, বহু বছর ধরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ সামান্য জমি ও একটি নিরাপদ বাড়ির আশায় থাকে। কিন্তু প্রশাসনিক জটিলতা, ভূমি দখল, এবং যথাযথ উদ্যোগের অভাবে তারা মানবিক সংকটে পড়ে আছে। খাস জমি বরাদ্ধ হয়ে যাচ্ছে ধনী বা প্রভাবশালীর জন্য। ভুমিহীনরা সে খবর জানতে পারছেনা। 
শেষে মানববন্ধন থেকে সরকারের কাছে তিনটি প্রধান দাবি জানানো হয়—
১. জেগে ওঠা সব চরের ভূমি সন্দ্বীপবাসীর নামে পুনর্বহাল করা এবং সেগুলোর খাজনা গ্রহন করা
২. জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীনদের জন্য পর্যাপ্ত আশ্রয়ন প্রকল্প ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা।
৩. সন্দ্বীপ–নোয়াখালী সীমানা বিরোধ দ্রুত নিষ্পত্তি করে মানুষের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করা।
আয়োজকরা বলেন, সন্দ্বীপবাসীর অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

Aminur / Aminur

মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়

উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা

বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন

ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী পুনর্বাসন চক্রে সক্রিয় গাজী নাছরিন