ঢাকা সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

প্রশাসনের নীরবতাই যার রক্ষাকবচ

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী পুনর্বাসন চক্রে সক্রিয় গাজী নাছরিন


সফি সুমন, আশুলিয়া photo সফি সুমন, আশুলিয়া
প্রকাশিত: ৭-১২-২০২৫ বিকাল ৭:৩৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলা আইন বিষয়ক সম্পাদক ও সক্রিয় সদস্য হিসেবে পরিচিত গাজী নাছরিন আক্তার নাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাংবাদিক হয়রানি, মিথ্যা মামলা, প্রশাসনকে উপেক্ষা এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ উঠেছে। আশুলিয়া ও আশপাশের এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, অনুসারী সংগঠিত রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দলীয় কর্মকান্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও নাছরিন গোপনে-প্রকাশ্যে, সভা-বৈঠক আয়োজন, সাংগঠনিক প্রস্তুতি এবং পুনর্গঠন কার্যক্রম চালাচ্ছেন, যা এলাকায় নতুন করে উত্তেজনা ও অস্থিরতা বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, ‘ফ্যাসিবাদী ও স্বৈরাচার পতিত আওয়ামী সরকারের শাসনামলে দলীয় ক্ষমতা ব্যবহার করে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় প্রভাব ও প্রতারণার জাল বিস্তার করেছিলেন তিনি। কিছু বললেই হামলা-মামলার ভয় দেখানো হতো। নিজেকে হাসিনার ‘মেয়ে’ পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটাতেন। আওয়ামী প্রতিমন্ত্রী ও ঢাকা-১৯ আসনের (সাভার ও আশুলিয়া) সাবেক এমপি ডা. এনামের একান্ত ব্যক্তিগত ও নিকটাত্মীয় পরিচয়ে এলাকা ও এলাকার বাইরে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। অথচ, তার নেত্রী ও সরকার পালিয়ে যাওয়ার পর গাজী নাছরিনের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে কোনো মামলা, ধর-পাকড় বা অপরাধের জবাবদিহির মুখোমুখী পর্যন্ত করা হয়নি।’
অন্যদিকে সাংবাদিক সমাজ জানায়, তার বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করার পর থেকেই শুরু হয় হুমকি, ভয়ভীতি এবং পরিকল্পিতভাবে মিথ্যা মামলার জাল। আশুলিয়া-সাভার-ধামরাইয়ের অনেক সাংবাদিক নাছরিনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ এবং আইনি সহায়তার দাবিতে অবস্থান নিলেও প্রশাসনের নীরবতা নতুন করে প্রশ্ন তুলছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বহুবার অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হলেও প্রশাসন থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাদের ভাষায়, ‘এত অভিযোগ, এত প্রমাণ, এত ভুক্তভোগী, তারপরও কোনো পদক্ষেপ নেই। তাহলে প্রশাসনের নীরবতাই কি তার রক্ষাকবচ?’
এলাকাবাসীর দাবি, নাছরিন এখনো আগের মতই অনুসারী ধরে রেখে বিভিন্ন স্থানে মিটিং-মিছিল, বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন, যেন নিষিদ্ধ দল পুনর্বাসনের অঘোষিত মিশন চালাচ্ছেন। তারা আরও বলেন, ‘সরকার বদলেছে, কিন্তু তার দৌরাত্ম্য কমেনি। আমরা জানতে চাই, আইন কি সবার জন্য সমান, নাকি কিছু মানুষের জন্য আলাদা?’
এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু সবার একই বাক্য, ‘বিষয়টি আমরা দেখছি’ বলার মধ্যেই আটকে আছে। যা স্থানীয়দের মধ্যে আরও নতুন প্রশ্ন তৈরি করেছে, গাজী নাছরিন কি তবে প্রশাসনের নীরবতার ছায়াতলে নিরাপদ?

Aminur / Aminur

মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়

উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা

বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন

ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী পুনর্বাসন চক্রে সক্রিয় গাজী নাছরিন