ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কুতুবদিয়া সমুদ্র সৈকতে ময়লার স্তুপ: পরিবেশ বিপর্যয়ের শঙ্কা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ৩:৪০

দেশের অন্যতম পর্যটন গন্তব্য কুতুবদিয়া দ্বীপের সমুদ্র সৈকত এখন ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। প্লাস্টিক, পলিথিন, খাবারের প্যাকেজিংসহ বিভিন্ন ধরনের বর্জ্যে ভরে গেছে সৈকত। এর ফলে পরিবেশ দূষণ এবং বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ সমুদ্র বিলাস সংলগ্ন সৈকত, যেখানে প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন, সেখানে ময়লার স্তূপ জমে সৌন্দর্যহানি ঘটছে। স্থানীয়রা জানান, যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এই অবস্থা সৃষ্টি হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন,"পর্যটকদের পাশাপাশি আমাদের স্থানীয় বাসিন্দারাও নিজেদের ভূমিকা পালন করছেন না। এতে শুধু সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, আমাদের জীবনযাত্রাও কঠিন হয়ে পড়ছে।"

পরিবেশবিদদের মতে, সৈকতে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সামুদ্রিক প্রাণীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। পাখি এবং মাছ এসব বর্জ্য খাবার হিসেবে গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ময়লা আবর্জনা দীর্ঘমেয়াদে সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন,"সমুদ্র সৈকতের এই অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এর প্রভাব স্থায়ী হয়ে যেতে পারে।"কুতুবদিয়া উপজেলা প্রশাসন ইতোমধ্যেই কিছু উদ্যোগ গ্রহণ করেছে। সৈকত পরিষ্কারের জন্য নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রফিক বলেন,"আমাদের দ্বীপে যেভাবে পর্যটকের সংখ্যা বাড়ছে, তাতে সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয় প্রয়োজন।"

পরিবেশবিদরা মনে করেন, ময়লার সঠিক নিষ্পত্তির জন্য সৈকতে ডাস্টবিন স্থাপন এবং বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি, পর্যটকদের সচেতন করতে প্রচারণা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা দরকার।

কুতুবদিয়ার সমুদ্র সৈকতের ময়লা-আবর্জনার সমস্যা সমাধানে প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে কুতুবদিয়ার পরিবেশগত ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত