ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২৫ দুপুর ১১:২৯

আজ (শুক্রবার) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নিবেন।

ডাক্তার জাহিদ বলেন, শুক্রবার ( ২৪ জানুয়ারি) উনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা উনাকে ছুটি দেন। আজকেও একজন চিকিৎসক উনার পরীক্ষা করার জন্য লিখেছেন। সে পরীক্ষাগুলো আমরা কাল করাবো। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে উনাকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। 

ডা. জাহিদ আরও বলেন, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। দুই একটি রিপোর্ট এখনও আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না। সেগুলো বাহির থেকে করাতে হয়। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন।

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, উনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ উনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে উনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন উনাকে বিদেশে নিয়ে আসা গেলে আরও হয়ত দ্রুত সুস্থ করা যেতো। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়ত উনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেতো।

জাহিদ আরও বলেন, ঔষধের মাধ্যমে উনার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাতারের জি-মল শপিং কমপ্লেক্স এ যাত্রা শুরু হলো এরাবিয়ান এক্সচেঞ্জের ১৪তম শাখার

কাতারে অনুষ্ঠিত হবে রয়েল আকসা রেস্টুরেন্ট এশিয়ান মেগা কনসার্ট

কাতারে ওয়াকরা এলাকায় শুভ উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন "টি এন্ড মোর রেস্টুরেন্ট"

কাতারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কূটনীতিকদের অভ্যর্থনা

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে জেদ্দায় কূটনৈতিক সম্মানে নৈশভোজ

কাতারে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাতারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

পর্তুগালে আমাদোরা ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাতারে সাউথইস্ট ল্যান্ড এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে কাতার যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

পর্তুগালে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাতারে প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত