নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
নরসিংদীতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদী পৌর পার্কে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত এই মেলায় ১০৫টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী মেলা উদ্বোধন করেন।চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভূঞা, ইফরান আহমেদ মোল্লা, এনায়েত সারজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, এটি জেলার অর্থনীতির চাকা ঘোরাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম