ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

শেফিল্ডে শুরুতেই কাঁপিয়ে দিলেন হামজা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ১:০

শেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বি কাউন্টি ও শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে ১–০ গোলে জিতেছে শেফিল্ড। ম্যাচের সেরা ফুটবলার বেছে নিতে শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যমে একটি ভোটের আয়োজন করেছিল। ভোটাভুটিতে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজাই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বলের পেছনে হামজার ছোটার একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে শেফিল্ড। ক্যাপশন দিয়েছে, ‘অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পারফরম্যান্স।’ ক্যাপশনে করমর্দনের ইমোজি ব্যবহার করেছে শেফিল্ড।
ডার্বি কাউন্টির বিপক্ষে গতকাল একমাত্র গোলটি করেছেন শেফিল্ডের ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। তবে হামজার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কারণ অন্য কিছু। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ৬১ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৮০ শতাংশ। ড্রিবলে শতভাগ সফল হামজা প্রতিপক্ষের থেকে তিনবার বল কাড়তে সক্ষম হয়েছেন।
১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের পয়েন্ট ৬১। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। দুটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। শেফিল্ডকে হামজা প্রিমিয়ার লিগে নিতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।

 

Aminur / Aminur

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ