চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলির কাঁধে বড় দায়িত্ব দেখছেন গম্ভীর
দোড়গোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আরও একটি বৈশ্বিক ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত। ভালো ফর্মে না থাকলেও রোহিত শর্মা ও বিরাট কোহলির কাঁধেই থাকছে ভারতের দায়িত্ব। টুর্নামেন্ট শুরুর আগে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের গুরুত্ব বুঝিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে মুখ খোলেন গম্ভীর। ব্যাটে রান না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন রোহিত ও কোহলি। অধিনায়কত্ব সামলাবেন রোহিত। গম্ভীরের মতে, তাদের অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ। সেই কারণেই দুই ক্রিকেটারকে তাদের দরকার।
২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে হেরেছিল ভারত। বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়। ফলে ফেরার সুযোগ থাকে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম। ফলে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। গম্ভীর বলেন, ‘রোহিত, কোহলির বড় দায়িত্ব রয়েছে। এখনও দেশের হয়ে খেলার ক্ষুধা ওদের রয়েছে। দেশের হয়ে খেলার আবেগ ওদের রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপের থেকে আলাদা। এখানে প্রতিটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচই নকআউট। আমার কাছে সাজঘরে রোহিত ও কোহলির বড় ভূমিকা রয়েছে। ওদের দেখে বাকিরা অনুপ্রাণিত হবে। বাকিরাও নিজেদের সেরাটা দেবে। কোহলি, রোহিত দলকে নেতৃত্ব দেবে। এটাই ওদের বড় কাজ।’
২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচের দিকে গোটা ক্রিকেটবিশ্ব তাকিয়ে থাকে। তবে আলাদা করে একটি ম্যাচ নিয়ে ভাবছেন না গম্ভীর। তার কাছে প্রতিটি ম্যাচ সমান। গম্ভীর বলেন, ‘আমরা এটা ভেবে যাচ্ছি না যে ২৩ ফেব্রুয়ারি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। চ্যাম্পিয়ন হতে গেলে পাঁচটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা। তাই প্রতিটা ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলব। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচে আবেগের একটা জায়গা আছে। কিন্তু খেলা তো সেই ব্যাট আর বলের।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সামনে পাকিস্তান। তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। সেমিফাইনালও সেখানে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে সেই ম্যাচও দুবাইয়ে হবে।
এমএসএম / এমএসএম
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের
১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ
ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক