ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ১২:১১

দুর্বার রাজশাহীকে নিয়ে আলোচনা যেন সহসাই থামছে না। একাধিকবার খেলোয়াড়দের বেতন পরিশোধে চেক প্রদান করলেও সেখানে ঘটেছে চেক বাউন্সের ঘটনা। বিদেশি ক্রিকেটারদের ঢাকা ত্যাগ নিয়েও ছিল নানা নাটকীয়তা। যদিও শেষ পর্যন্ত রাজশাহী কর্তৃপক্ষ জানায়, একে একে সব ক্রিকেটারদেরই নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করছে তারা। 

এরইমাঝে পারিশ্রমিক বিতর্কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গেও বৈঠক হয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। যেখানে আশ্বাস দেয়া হয়েছিল ২ ফেব্রুয়ারির মাঝেই সব ক্রিকেটারের বেতন পরিশোধ করা হবে। তবে সবশেষ খবর অনুযায়ী, সেটাও হয়নি। 

এমন অবস্থায় ৩ ফেব্রুয়ারি দিনের প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয় রাজশাহী মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের  সমস্ত  পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি। 

রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা ঢাকা ছাড়বেন কবে, যা জানা গেল

এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা মহোদয়কে (আসিদফ মাহমুদ সজীব ভূঁইয়া) ২ ফেব্রুয়ারীর মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরংচ গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারী প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।

সেখানেই মূলত পাওনা বেতন পরিশোধে নতুন আশ্বাস দেন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা শফিকুর রহমান। 

এমএসএম / এমএসএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতের কোনো আম্পায়ার, আছেন সৈকত

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু

‘যেখানে মানসিক শান্তি পাব না, সেখানে দেশের জন্য কীভাবে পারফর্ম করব’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান তারকা ওপেনারের

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা

পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলির কাঁধে বড় দায়িত্ব দেখছেন গম্ভীর

অভিষেকেই ম্যাচসেরা হামজা, কেমন ছিল মাঠের পারফরম্যান্স

শেফিল্ডে শুরুতেই কাঁপিয়ে দিলেন হামজা

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

বিদ্রোহের মাঝেই ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ

প্লে-অফেই রিয়াল-সিটি লড়াই, বাকি ম্যাচে কে কার প্রতিপক্ষ