ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সবাইকে অবাক করে অবসর ঘোষণা স্টয়নিসের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ১:২৮

সবাইকে অবাক করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

৩৫ বছর বয়সী স্টয়নিস এখন শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন। ৭১টি ওডিআই ম্যাচে ২৬.৬৯ গড় নিয়ে ১ হাজার ৪৯৫ রান করেছেন তিনি। সেরা ইনিংস ছিল ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৪৬ রান। বোলিংয়ে তিনি ৪৩.১২ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন স্টয়নিস।

অবসর নিয়ে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা একটি অসাধারণ যাত্রা ছিল। আমি সব মুহূর্তের জন্য কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করা একটি গর্বের বিষয়, যা আমি সব সময় মনে রাখবো।’

‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি মনে করি, এটি সঠিক সময় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর। আমি এখন আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। তার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। পাকিস্তানে (অস্ট্রেলিয়া) দলের জন্য আমি সমর্থন জানিয়ে যাবো।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন স্টয়নিস। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন। বিশ্বকাপের পর মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন এই অলরান্ডার। সেটিও পাকিস্তানের বিপক্ষেই।

গেল বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না স্টয়নিস। তবে ক্যামেরন গ্রিনের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস গত এক দশকে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে শুধু অমূল্য খেলোয়াড়ই নন, দলে একজন অসাধারণ মানুষও। তার নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা উল্লেখযোগ্য। তার ওয়ানডে ক্যারিয়ার ও সব অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।’

সম্প্রতি ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ২০-তে তিনটি ম্যাচ খেলেছেন স্টয়নিস। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন। এর আগে মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ লিগ খেলেছিলেন এই তারকা।

Aminur / Aminur

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!

ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি

সাইফুদ্দিনকে একাদশে না দেখে সিলেটের দর্শকরা হতাশ

লিটনের অধিনায়কত্ব খুবই ব্রিলিয়ান্ট: বিসিবি সভাপতি বুলবুল

চোট নয়, অন্য কারণে ব্রাজিল দলে সুযোগ পাননি নেইমার!

টস জিতে কেন পরপর দুই-দিনই বোলিং নিলেন লিটন?

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

বাংলাদেশের সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের ম্যাচে ফেরা