হঠাৎ কেন চলে গেলেন ইয়াশা সাগর, যা জানাল চিটাগাং কর্তৃপক্ষ

এবারের বিপিএলে চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ইয়াশা সাগর ছিলেন তুমুল চর্চায়। ম্যাচের আগে পরে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকতো কানাডিয়ান এই মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টারের। আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প দিনেই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও তাকে নিয়ে কম উন্মাদনা ছিল না। ইয়াশার নামে প্লেকার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠ। তবে গেল কয়েক দিন ধরেই এই উপস্থাপিকাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও দেখা যায়নি।
এরপরই জানা যায়, টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। পরে জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি। ইয়াশার চলে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, 'আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না। আরও যোগ করেন, তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?'
প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত ইয়েশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি। এদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংস। আগামীকালকের (শুক্রবার) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা।
Aminur / Aminur

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!

ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি

সাইফুদ্দিনকে একাদশে না দেখে সিলেটের দর্শকরা হতাশ

লিটনের অধিনায়কত্ব খুবই ব্রিলিয়ান্ট: বিসিবি সভাপতি বুলবুল

চোট নয়, অন্য কারণে ব্রাজিল দলে সুযোগ পাননি নেইমার!

টস জিতে কেন পরপর দুই-দিনই বোলিং নিলেন লিটন?

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন
