ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

১০ জনের বার্সেলোনার এত দাপট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১১:৪০

বার্সেলোনাকে হারানো যে এই মুহূর্তে অন্যতম কঠিন এক কাজ। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। পিছিয়ে পড়ে ম্যাচ জেতা বা ড্র করার ঘটনা তো রয়েছেই। এমনকি খেলোয়াড় কমে গেলেও কাতালানরা ম্যাচ জয়ের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলছে না। র‍্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে লা লিগায় গত রাতে বার্সেলোনা খেলেছে সেভিয়ার বিপক্ষে। ম্যাচে গতকাল ৬২ মিনিটে সেভিয়ার মিডফিল্ডার জিবরিল সো-এর সঙ্গে চ্যালেঞ্জ করতে যান বার্সেলোনার ফারমিন লোপেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই করে লাল কার্ড দেওয়া হয় লোপেজকে। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গত রাতে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এত দাপট দেখিয়ে কীভাবে খেলল দলটি, ম্যাচ শেষে সেটার ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। কাতালানদের কোচ বলেন, ‘১০ জনের দল নিয়ে খেলা ভিন্ন কিছু এবং আমরা ভালো খেলেছি। মাঠ থেকে তাড়িয়ে দেওয়ায় ফারমিন হতাশ ছিল। তবে সে গুরুত্বপূর্ণ এক গোল করেছে। এমন কিছু হতেই পারে। ৪-৪-১ নিয়ে কীভাবে খেলতে হয় এবং রক্ষণভাগ সামলাতে হয়, সেই শিক্ষা পেলাম।’
৪-১ গোলের জয়ে লা লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৪৮। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দলটি এখন রয়েছে তিন নম্বরে। ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯। লা লিগার পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা দল তিনটিই খেলেছে ২৩টি করে ম্যাচ। ফ্লিক জানিয়েছেন অন্যদের পারফরম্যান্সের চেয়ে তারা এই মুহূর্তে নিজেদের নিয়েই বেশি ভাবছেন। বার্সা কোচ বলেন, ‘আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো। তবে এই মুহূর্তে নিজেরা যা করছি, সেগুলো নিয়েই ভাবছি। ম্যাচ আমাদের জিততে হবে এবং অন্যরা কী করছে, সেদিকে চিন্তা করার সময় নেই।’৮ মিনিটেই গত রাতে বার্সেলোনা-সেভিয়া ম্যাচ ১-১ গোলে পরিণত হয়। ৭ মিনিটে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি ম্যাচে প্রথম গোল করেন। সেভিয়ার স্ট্রাইকার রুবেন ভারগাস ৮ মিনিটে সমতাসূচক গোল করেন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর ৪৬ মিনিটে গাভির পরিবর্তে লোপেজকে মাঠে নামায় বার্সেলোনা। মাঠে নামতে না নামতেই পেদ্রির অ্যাসিস্টে গোল করেন লোপেজ। বার্সার অপর দুই গোল ৫৫ ও ৮৯ মিনিটে করেন রাফিনিয়া ও এরিক গার্সিয়া।

 

Aminur / Aminur

ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

মাঠে বার্তা পাঠিয়েছিলেন গম্ভীর, যে পরিকল্পনায় সফল শুভমান

হৃদয়-জাকেরের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ

উড়ন্ত ভারতের সামনে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ড্রেসিংরুমে অশান্তি, যা জানা যাচ্ছে

রিশাদকে নিয়ে বড় স্বপ্ন শান্ত-সাকিবদের

প্রস্তুতি ম্যাচ যেন বাংলাদেশের ‘রিয়েলিটি চেক’

যুব কাবাডি যে স্বপ্ন দেখাচ্ছে

৫০৩ দিন পর অবশেষে নেইমারের গোল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তা কাটলো ইংল্যান্ডের

১৬৯ রানের ইনিংসে গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু