মান্দায় প্রতিপক্ষের কোপে গৃহবধূ আহত
নওগাঁর মান্দায় প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে এক গৃহবধূ গুরুতর হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভারশোঁ ইউপির হোসেনপুর নিচপাড়া গ্রামে। আহত গৃহবধূ রাজিয়া বেগম (৩৮) হোসেনপুর নিচপাড়া গ্রামের হায়দার আলীর স্ত্রী। ঘটনায় মান্দা থানায় আহতের স্বামী হায়দার আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার প্রতিবেশী জাবের আলীর ছেলে ইমান আলী (৫২), জমসেদ আলী (৩৬), মেয়ে রিনা বেগম (৩০), ইমান আলীর স্ত্রী মুঞ্জুয়ারা (৪৮) এবং জমসেদ আলীর স্ত্রী নাসরিন বেগম (৩০)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে আহত রাজিয়া বেগমের পরিবারের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় সময় আহত পরিবারের লোকজনদের চলাচলের রাস্তা বন্ধ করে দিত। স্থানীয়ভাবে কয়েকবার চলাচলের রাস্তা বের করে দিলেও অভিযুক্তরা তাদের চলাচল করতে দেবে না বলে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। চলাচলের রাস্তাকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট বুধবার দুপুর ২টার দিকে মাঠ থেকে গরু নিয়ে আসার পথে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে গৃহবধূ রাজিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঠা, লোহার রড ও হাঁসুয়া দিয়ে মারপিট করে। ইমান আলীর হাতে থাকা হাঁসুয়ার কোপে মাথার অগ্রভাগে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার মাথায় ১১টি সেলাই ও শরীরের বিভিন্ন অংশের হাড় ভাঙাসহ ছিলা-ফোলা জখম দেখা গেছে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় মান্দা থানায় আহতের স্বামী হায়দার আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এমএসএম / জামান