ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে অ্যালকোহল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ১২:২৯

২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। তবে এই বিশ্বকাপে যে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে, সেটা জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে ভক্ত-সমর্থকেরা কত কিছুই তো করেন। অ্যালকোহলের মতো কোমল পানীয় সেখানে খুবই সাধারণ বিষয়। তবে এই বিশ্বকাপে সৌদি আরব অ্যালকোহলের অনুমতি দেবে না। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে গতকাল বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল থাকতে দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা করা যায়। এটা খুবই জরুরি তা নয়। যদি আপনি স্টেডিয়াম ছাড়ার পর পানীয় পান করতে চান, তাহলে ঠিক আছে। তবে এই মুহূর্তে অ্যালকোহল বাদ।’
সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ। এই সংস্কৃতির কারণেই মূলত অ্যালকোহল নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আল সৌদ। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা আমাদের সীমার মধ্যে লোকদের স্বাগত জানাতে চাই। তবে নির্দিষ্ট কারও জন্য আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’
গত বছরের ১১ ডিসেম্বর ফিফা কংগ্রেসের ভোটে সৌদি আরবই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই ঘোষণার আগে থেকেই সৌদি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আল নাসরের হয়ে খেলায় দেশটিতে এমন ফুটবল নিয়ে কর্মযজ্ঞ চোখ এড়ায়নি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।
সৌদি আরবের পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম। বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। মরুর বুকে সবশেষ বিশ্বকাপ হয়েছে ২০২২ সালে। কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন।

 

Aminur / Aminur

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ