ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

খুবির ১৯ টি ভবনের নাম পরিবর্তন, ফেসবুক জুড়ে সমালোচনা


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৭

একাডেমিক ভবন, গবেষণাগার, টিএসসি, হলসহ পরিবর্তন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি ভবনের নাম । গতকাল ১২ ফেব্রুয়ারি ( বুধবার) রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর কয়েকটি ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন থেকে একাডেমিক ভবন ০১, আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন থেকে একাডেমিক ভবন ০২, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের নাম দেওয়া হয়েছে একাডেমিক ভবন ০৩, নির্মাণাধীন জয় বাংলা ভবনের নাম একাডেমিক ভবন ০৪ ,শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের নাম প্রশাসনিক ভবন ,শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের নাম প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন।আবাসিক হলগুলোর মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বিজয় ২৪ হল‌। এছাড়াও লালন সাঁই মিলনায়তনকে করা হয়েছে টিএসসি ভবন,আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারকে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার,শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রকে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার,সুলতানা কামাল জিনেসিয়ামকে খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম,রবীন্দ্রনাথ ঠাকুর আই ই আর ভবনকে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ভবন, শহিদ বুদ্ধিজীবী ড. জোতির্ময় গুহঠাকুরতা আবাসিক ভবনকে প্রফেসর'স কোয়ার্টার শহিদ বুদ্ধিজীবী ড. সুখরঞ্জন সমাদ্দার আবাসিক ভবনকে এসোসিয়েট প্রফেসর'স কোয়ার্টার শহিদ বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেব আবাসিক ভবনকে এসিস্ট্যান্ট প্রফেসর'স কোয়ার্টার এবং শহিদ বুদ্ধিজীবী এস এম এ রাশিদুল হাসান আবাসিক ভবনের নাম দেওয়া হয়েছে লেকচারার'স কোয়ার্টার।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৩০ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ভবনগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।এর পূর্বে গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটি গঠন করে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও পক্ষপাত সংবলিত হল ও ভবনগুলোর নাম পরিবর্তনের লক্ষ্যে নতুন নামের প্রস্তাব আহ্বান করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও বিভিন্ন বিজ্ঞানী, কবি ও সাহিত্যিকের নাম পরিবর্তন করায় অসন্তোষ প্রকাশ করে সমালোচনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী আসিফ ইনজামান হৃদয় তার ফেসবুক পোস্টে লিখেছেন,"প্রথমত,ড.সত্যেন্দ্র নাথ বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু, কবি জীবনানন্দ দাশ (একাডেমিক বিল্ডিং ১,২,৩) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (গবেষণাগার) লালন সাঁই (টি এস সি) এই ভবন সমূহের নাম পরিবর্তন করার পেছনের যুক্তি কী?উনারা কী কোনো রাজনৈতিক ফিগার? না কোন রাজনীতির সাথে জড়িত?ড. সত্যেন্দ্র নাথ বসু সেই লোক, যিনি বলেন " যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।" বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে তার অমূল্য অবদান রয়েছে। প্রথমদিকে যারা Science, Engineering & Technology School (SET School) নাম ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন -১ দিয়েছিলেন তারা হয়ত তার বিজ্ঞান, গবেষণায় অবদানের কথা স্মরণ রেখেই, তার প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই দিয়েছিলেন।"তিনি আরো লেখেন,"বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যা ছিল জাতির জন্য অপূরণীয় ক্ষতি।শহীদের রক্তের উপর তৈরীকৃত যে বিশ্ববিদ্যালয়, সেখানে শহীদদের নাম মুছে ফেলা হচ্ছে। বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠানে বুদ্ধিজীবীদের নাম বাদ দেওয়া হচ্ছে।বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের নামকরণ নিয়ে যেটা হলো সেটা খুবই হতাশাজনক।নাম পরিবর্তন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা ছাড়া আর কিছুই না।"
চতুর্থ বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী মিরাজুল ইসলাম তার পোস্টে বলেন,"ছাত্রী হলের নাম বিজয়'২৪ একদমই পছন্দ হয়নি। আমার মতে, এর থেকে প্রস্তাবনায় আরো ভালো কিছু নামও ছিলো। যেমন: বনলতা সেন হল।"
ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী সৈকত প্রিয় তার এক আবেগঘন পোস্টে বলেন, "আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভূমি যেখানে, সেই খুলনার খুলনা বিশ্ববিদ্যালয় ই তাঁর স্মৃতি মনে রাখতে চায় না আর।"আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার" নাম পরিবর্তনে আমি হতাশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের উচিত ছিলো তাঁকে মনে রাখা। যায় হোক গবেষণাগার এর নামের মাধ্যমে তাঁকে অমর হতে হবে এমন না। রসায়ন তাঁকে মনে রাখবে।"
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ফেসবুক পেজ Thought Behind The KU তাদের পোস্টে জানান,"খুবি শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল রাজনৈতিক ব্যক্তিদের নাম পরিবর্তন করার। কিন্তু বর্তমান প্রশাসন প্রায় সবগুলোই পরিবর্তন করে দিয়েছেন। বাকিদের নাম পরিবর্তন তো শিক্ষার্থীরা চায়নি।"

এসব বিষয় নিয়ে কথা বলতে চায়লে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রতিক্রিয়া জানায় নি।

এছাড়াও হলের নাম পরিবর্তনের অসন্তোষ নিয়ে গতকাল রাতে বিজয় ২৪ (পূর্ব নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব) হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান ও প্রতিবাদ করেন । তাদের দাবি কোনো মহীয়সী নারীর নামে এই হলের নামকরণ করলে তা অর্থবহ ও প্রাসঙ্গিক হতো যেমন সেতারা বেগম বা প্রীতিলতা হল।পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বর্তমান বিজয় ২৪ ) হলের সহকারী প্রভোস্ট রাবেয়া সুলতানা হলে এসে শিক্ষার্থীদের আশ্বাস দেন যে,"শিক্ষার্থীদের কাঙ্খিত ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে এবং ভিসি স্যার জানিয়েছেন জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিজয়'২৪ নাম পরিবর্তন করা হবে " । এ কথা জানালে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন।

এমএসএম / এমএসএম

খুবির জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

জবির সি ইউনিটের ফল প্রকাশ আগামী ২০ মার্চ

‎১৬ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

ফেসবুকে পোস্ট দিয়ে পবিপ্রবির ছাত্রশিবির সভাপতির আত্মপ্রকাশ

‎জবি ঊষার সভাপতি নাইম, সম্পাদক লিশা

মৎস বীজ কেন্দ্র অধিগ্রহণ দাবিকে আমি মুগ্ধর দাবি হিসেবে গ্রহণ করছিঃ উপদেষ্টা ফরিদা আখতার

পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান

ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ 'হিযবুত তাহেরীর' সাথে সম্পৃক্ততার অভিযোগে কুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

শিশু ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ